শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৭:০৮ অপরাহ্ন
আরিফ শেখ- অনুসন্ধানী প্রতিবেদকঃ
রংপুর ডিভিশন❤️এসএসসি ৯৭❤️এইচএসসি ৯৯✅ ফেসবুক গ্রুপের সাপ্তাহিক লাইভ প্রোগ্রাম “অন্তরে-৯৭” এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে বৃহস্পতিবার ২২শে জুন রাত ১০টায়। জানা যায় আয়োজনটি সপ্তাহের প্রতি বৃহস্পতিবার প্রচার হবে।
রিয়াজ উদ্দিন মাসুম-এর সঞ্চালনায় শুরুর দিনে থাকছে হৃদরোগের ঝুঁকি বিষয়ে আলোচনা। এ পর্বের স্বাস্থ্য বিষয়ক মূখ্য আলোচক হিসেবে থাকছেন হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ মোঃ সাজ্জাদুর রহমান কনসালটেন্ট কার্ডিওলজিস্ট।
সাথে থাকছে আরও ৬ বন্ধু -মুশফিকুর রহমান মুন্না(হিলি), রুপালি বেগম (উলিপুর), ফজলুল হাসান (সৈয়দপুর), হোসেইন কবীর(নাগেশ্বরী), মামুন রহমান (নীলফামারী), হারুন-অর-রশিদ মুন্সি (ঢাকা)।
এছাড়াও সঙ্গে থাকবেন বিভাগীয় কমিটির আহবায়ক ডাঃ মোস্তফা আলম বনি ও সদস্য সচিব হাফিজার রহমান রিংকুসহ এডমিন প্যানেলের সদস্যবৃন্দ। দেখতে চোখ রাখতে হবে রংপুর ডিভিশন ৯৭৯৯ এর ফেসবুক পেজে।