সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৪:৩৫ পূর্বাহ্ন
খলিলুর রহমান খলিল- নিজস্ব প্রতিনিধিঃ
রংপুরের তারাগঞ্জে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। বই বিতরণ উৎসব উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের হাতে নতুন বই হাতে তুলে দেন অতিথিরা।
রোববার সকাল ১০টার দিক তারাগঞ্জ উপজেলার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এই বই বিতরণ উৎসবের আয়োজন করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস।
উপজেলা নির্বাহী অফিসার রাসেল মিয়ার সভাপতিত্বে বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উৎসবের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আনিছুর রহমান লিটন।
এসময় আরও উপস্থিত ছিলেন- উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (টিও) আঞ্জুমান আরা বেগম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতিয়ার রহমান, উপজেলা ভাইস্ চেয়ারম্যান বাইজিদ বোস্তামী, মহিলা ভাইস্ চেয়ারম্যান সাবিনা ইয়াসমিন সহকারী শিক্ষা কর্মকর্তা, শিক্ষক- শিক্ষার্থী, অভিভাবক ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে সকাল সাড়ে ১০টা থেকে দিনব্যাপী উপজেলার বিভিন্ন স্কুল ও মাদরাসায় বই বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়।
উক্ত সময় শিক্ষার্থীদের উদ্দেশ্য উপজেলা চেয়ারম্যান আনিসুর রহমান লিটন বলেন- বছরের শুরুতে প্রধানমন্ত্রী দেয়া বই তোমাদের হাতে তুলে দিতে পেরে আমরা আনন্দিত, তোমরা সুশিক্ষায় শিক্ষিত হয়ে তোমাদের বাবা-মায়ের আশা পূরণ করবে ও দেশের নাম উজ্জ্বল করবে।