");background-repeat:no-repeat;content:""!important;transition:all .2s}.gt_container--ceo5h2 .gt_switcher .gt_selected a.open:after{transform:rotate(-180deg)}.gt_container--ceo5h2 .gt_switcher .gt_selected a:hover{background:#ff0000}.gt_container--ceo5h2 .gt_switcher .gt_current{display:none}.gt_container--ceo5h2 .gt_switcher .gt_option{position:relative;z-index:9998;border-left:1px solid #cc0000;border-right:1px solid #cc0000;border-top:1px solid #cc0000;background-color:#eee;display:none;width:171px;max-height:198px;height:0;box-sizing:content-box;overflow-y:auto;overflow-x:hidden;transition:height 0.5s ease-in-out}.gt_container--ceo5h2 .gt_switcher .gt_option a{color:#000;padding:3px 5px}.gt_container--ceo5h2 .gt_switcher .gt_option a:hover{background:#8224e3}.gt_container--ceo5h2 .gt_switcher .gt_option::-webkit-scrollbar-track{background-color:#f5f5f5}.gt_container--ceo5h2 .gt_switcher .gt_option::-webkit-scrollbar{width:5px}.gt_container--ceo5h2 .gt_switcher .gt_option::-webkit-scrollbar-thumb{background-color:#888}
রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ০৬:৩৫ পূর্বাহ্ন
এন,সি জুয়েল- কুমিল্লা জেলা প্রতিনিধিঃ
বিএনপি‘র ডাকা তিন দিনের অবরোধে মহাসড়কে যান চলাচল নির্বিঘ্ন রাখতে মহাসড়কের বিভিন্ন এলাকায় অবস্থান কর্মসূচি পালন করেছে আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।সকাল থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে কুমিল্লা মহানগর আওয়ামীলীগের নেতৃত্বে শান্তি সমাবেশের ব্যানারে অবস্থান করছে আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগসহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠন।
মহাসড়কের আলেখারচর, ঝাগুরঝুলি, পদুয়ারবাজার সহ বিভিন্ন পয়েন্টে মহাসড়ক পাহাড়া দিচ্ছেন তারা। এছাড়া আতংকিত যানবাহনকে মোটর সাইকেল মহড়া দিয়ে ঝুঁকিপূর্ণ এলাকা পাড় করে দেয়ারও চিত্র দেখা গেছে।কুমিল্লার আলেখারচর আওয়ামীলীগের শান্তি সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে কুমিল্লা মহানগর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও কুমিল্লা সিটি মেয়র আরফানুল হক রিফাত।আরফানুল হক রিফাত বলেন,জামাত-বিএনপির জনভোগান্তির আন্দোলনকে সবাই মিলে প্রতিহত করতে হবে।সবাইকে ঐক্যবদ্ধভাবে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে।
সমাবেশে যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন- বিএনপি জামায়াতের নৈরাজ্য ও জনভোগান্তির কর্মসূচি যে কোন ভাবে প্রতিহত করা হবে। এদিকে,কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মিছিল করে, গাছের গুড়ি ফেলে এবং টায়ারে আগুন দিয়ে অবরোধের চেষ্টা করেছে অবরোধ সমর্থনকারীরা।সকাল সাড়ে সাতটার দিকে মহাসড়কের ঝাগরজুলি এলাকায় মহাসড়কে মিছিল বের করে বিএনপি নেতা কর্মীরা।
এ সময় তারা ইট পাটকেল ও ককটেল নিক্ষেপ করে যান চলাচলে বাধা দেয়ার চেষ্টা করলে উপস্থিত আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে অবরোধকারীদের ছত্রভঙ্গ করে। এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ সুপার।
এছাড়া ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গৌরীপুরে মহাসড়কে টায়ার ফেলে আগুন দিয়ে এবং কালা কচুয়া এলাকায় গাছ পেলে মহাসড়ক অবরোধের চেষ্টা করে অবরোধ সমর্থনকারীরা।পরে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিরোধের মুখে তারা মহাসড়ক থেকে উঠে যেতে বাধ্য হয়। কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মুঃ মুশফিকুর রহমান জানান, জেলার সকল মহাসড়ক নিরাপত্তায় চার প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। ২৫ নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজ করছেন মাঠে।
পুলিশ সুপার আব্দুল মান্নান জানান, সকালে মহা সড়কের ঝাগুর ঝুলি এলাকায় জামাত-বিএনপির নেতাকর্মীদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।এই ঘটনায় পুলিশের দুই সদস্য আহত হয়েছেন।একজনকে আটক করেছে পুলিশ।