শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ০৪:১০ পূর্বাহ্ন
এরশাদ আলম- জলঢাকা(নীলফামারী) প্রতিনিধি.
নীলফামারীর জলঢাকা উপজেলার শিমুলবাড়ি ইউনিয়নের সাধারণ জনগনের সেবায় নিয়োজিত প্যানেল চেয়ারম্যান সুবাস চন্দ্র রায়। জানাগেছে ২৬-১২-২৪ ইং তারিখ তিনি প্যানেল চেয়ারম্যান হিসাবে যোগদান করেন। তখন থেকে তিনি জনগণের বিভিন্ন সেবা প্রদান করে আসছেন।
তিনি দায়িত্ব গ্রহন করার পরথেকে ইউনিয়ন বাসির জন্য সেবায় শীতবস্ত্র কম্বল বিতরণ, মশকনিধন কার্যক্রম, মাসিক সমন্বয় সভা, তারুণ্যের উৎস অনুষ্ঠান ও বিভিন্ন বিষয়ে আলোচনা করে আসছেন।
গত বৃহস্পতিবার সরেজমিনে গেলে কথা হয় প্যানেল চেয়ারম্যান এর সাথে। শুধু তাই নয় ইউনিয়ন পরিষদের অন্যান্য সেবা গুলোর মধ্য রয়েছে জন্ম নিবন্ধন, মৃত্যু সনদ, নাগরিকত্ব সনদ, ট্রেড লাইসেন্স, চৌকিদারী খানা সচ্ছভাবে সাধারণ জনগনের পাশে থেকে প্রতিশ্রুতি রক্ষায় নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন।
এ ব্যাপারে প্যানেল চেয়ারম্যান সুবাস চন্দ্র রায় এর সাথে কথা হলে তিনি বলেন আমি ইউনিয়ন পরিষদের দায়িত্ব পাওয়ার পরথেকে সাধারণ জনগন যে কোন সময় ইউনিয়ন পরিষদে এলে আমাকে পাচ্ছে এবং আমি ও পরিষদে নিয়মিত ভাবে আসতেছি।
যাতে করে সাধারণ জনগনের সেবা পেতে কোন সমস্যা না হয়।তাই আমি যতদিন প্যানেল চেয়ারম্যানর হিসাবে নিযুক্ত আছি ততোদিন সাধারণ জনগনের সেবা করে যাবো।