বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ১১:১৬ অপরাহ্ন
রবিন চৌধুরী রাসেল- রংপুর জেলা প্রতিনিধি.
রংপুরে মুজিববাদী চেতনার সমূলে উচ্ছেদ, পতিত স্বৈরাচার আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ ও জুলাই গণহত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
রোববার (১০ নভেম্বর) ২০২৪ইং বিকেলের দিকে নগরীর লালবাগ চত্বর হতে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবারও লালবাগে এসে সমাবেশ করে।
এ সময় বৈষম্য বিরোধে ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয় ইমরান আহমেদ বলেন, আওয়ামী লীগ সরকার ছাত্র-জনতার বুকে গুলি চালিয়ে হাজার হাজার মানুষকে মেরেছে। আওয়ামী লীগকে দমন করতে প্রয়োজন হলে আবারও সাঈদ-মুগ্ধরা জন্ম নেবে। স্বৈরাচার দমনের অন্যতম নায়ক নুর হোসেনের নাম ভাঙিয়ে স্বৈরাচার প্রতিরোধ দিবস পালন করার জন্য নেতাকর্মীদের গুলিস্তান জিরো পয়েন্টে আসার কথা বলে। এগুলো হাস্যকর ছাড়া কিছুই না।
সমন্বয়ক নাহিদ হাসান খন্দকার বলেন, গণহত্যারকারী শেখ হাসিনা নাকি দেশে ফিরবে। নেতাকর্মীরা বলছে আপা ডাক দিলেই নাকি তারা মাঠে নামবে। আমরা বলতে চাই তারা এখনো বোকার স্বর্গে বাস করছে। জুলাই ২০২৪-এ ছাত্ররা যেভাবেই স্বৈরাচার দমন করেছে। ছাত্রদের সাহসের কাছে এই আওয়ামী লীগ সাহসেই পাবে না।
এ সময় আরো উপস্থিত ছিলেন, মোতাওক্কিল শাহ ফকির, ইয়াসির আরাফাত, ইমতিয়াজ ইমতি, ডা. জামিল, সাজ্জাদ হোসেন, মুহম্মদ রাজিমুজ্জামান হৃদয়সহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনলাইন ভিত্তিক 71sangbad24.com গণমাধ্যমটি
বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশনে নিবন্ধিত, (আই ডি নং-364)।
বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
আগ্রহীগণ সিভি পাঠাতে ই-মেইল করুনঃ info71sangbad24.com@gmail.com