রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৪:১০ অপরাহ্ন
সেরাজুল ইসলাম- ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ
রংপুরের গঙ্গাচড়া উপজেলার বড়বিল ইউনিয়ন শাখার জাতীয় পার্টির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
কমিটিতে আহ্বায়ক কাজী মোহাম্মদ আলী মিলন, সদস্য সচিব সরকার রানু আহমেদ শিশুকে নির্বাচিত করে বিরোধী দলীয় চীফ হুইপ আলহাজ্ব মসিউর রহমান রাঙ্গাঁ এমপি স্বাক্ষরিত আহ্বায়ক কমিটি অনুমোদন দেন। এতে যুগ্ম আহ্বায়ক মোখলেছুর রহমান বখশী, আফজালুল হক রাজু, আরঙ্গজেব হোসেন বাদশা, মোহাম্মদ আলী মিন্টু।
এ ছাড়া ১৫ জন সদস্য নিয়ে আহ্বায়ক কমিটিতে নির্বাচিত করেন। উল্লেখ যে এই আহ্বায়ক কমিটি আগামী ৯০ দিনের মধ্যে পুনাঙ্গ কমিটিতে নবীন প্রবীনকে নিয়ে কমিটি গঠন করার নির্দেশ দেন জাতীয় পার্টির রংপুর জেলা শাখার সভাপতি আলহাজ্ব মসিউর রহমান রাঙ্গাঁ এমপি।