সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৬:৩৬ অপরাহ্ন
মোঃ কামরুজ্জামান- বেরোবি প্রতিনিধিঃ
জাতীয় শোক দিবস ২০২২ উপলক্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অফিসার্স অ্যাসোসিয়েশনের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
আজ রবিবার ১৪ই আগস্ট ২০২২ইং দুপুরে বঙ্গবন্ধু ম্যূরাল চত্ত্বরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডঃ মোঃ হাসিবুর রশীদ প্রধান অতিথি হিসেবে তাল গাছের চারা রোপনের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।
বিশেষ অতিথি হিসেবে বৃক্ষরোপণ করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ডঃ সরিফা সালোয়া ডিনা।
বৃক্ষরোপণে অংশ নেন কলা অনুষদের ডিন প্রফেসর ডঃ আবু সালেহ মোহাম্মদ ওয়াদুদুর রহমান, রেজিস্ট্রার প্রকৌশলী মোহাম্মদ আলমগীর চৌধুরী, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক মোঃ ওসমান গনি তালুকদার, প্রক্টর গোলাম রব্বানী, অর্ফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এ. টি. জি.এম. গোলাম ফিরোজ ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী।
এসময় ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক (চলতি দায়িত্ব) মোঃ নুরুজ্জামান খান, বহিরাঙ্গন কার্যক্রম দপ্তরের পরিচালক (চলতি দায়িত্ব) সাব্বীর আহমেদ চৌধুরী, ক্যাফেটেরিয়ার পরিচালক উমর ফারুক ও বেরোবি ছাত্রলীগের সভাপতি পোমেল বড়ুয়াসহ বিশ্ববিদ্যালয়ে কর্মরত কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।