বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৫:৫৯ অপরাহ্ন
মনিরুজ্জামান মনির- বগুড়া জেলা প্রতিনিধিঃ
বগুড়ার ধুনট থানা কর্তৃক আয়োজিত ধুনট থানার অফিসার ইনচার্জ কৃপা সিন্ধু বালার বদলী জনিত কারণে বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল ১১ ঘটিকা সময় থানা চত্ত্বর। ধুনট থানার অফিসার ইনচার্জ তদন্ত রাজ্জাকুল ইসলামের সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- মাননীয় জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান, পৌর মেয়র এজিএম বাদশা, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংস্কৃতিক বিষয়ক উপ-কমিটির সদস্য প্রকৌশলী আসিফ ইকবাল সনি, গোশাইবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহসীন আলম, উপজেলা আওয়ামী লীগের সহঃ সভাপতি গোলাম সোবাহান সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম শরিফ, দপ্তর সম্পাদক আফছার আলী, কোষাধ্যক্ষ প্রভাষ আনিসুর রহমান, আওয়ামী লীগ নেতা রেজাউল করিম দুলাল, আলেপ বাদশা, এম এ তারেক হেলাল, এস আই শহিদুল ইসলাম, আবু তাহের, আশাদুজ্জামান, মতিউর রহমান, এ,এস আই অমিত হাসান, কনষ্টেবল কল্পনা খাতুন।
উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুলতানা জানান- উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বনি আমিন মিন্টু, সহঃ সভাপতি আলীম আলরাজী বুলেট, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সেলিম রেজা রিমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া খন্দকার, সাবেক সাধারণ সম্পাদক মাইদুল ইসলাম রনি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, বিভিন্ন ব্যবসায়ীগণ ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ওসি কৃপা সিন্ধু বালা ২ বছর প্রায় ৬ মাস ধুনট থানায় কর্মরত ছিলেন। বদলী জনিত কারণে তিনি পাবনায় যোগদান করবেন। ওসি কৃপা সিন্ধু বালা একজন ভাল মানুষ, চৌকস অফিসার ছিলেন আমরা তাঁর পরিবারসহ তাঁর দির্ঘায়ু ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।