শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০২:৩৭ পূর্বাহ্ন
মনিরুজ্জামান মনির- বগুড়া জেলা প্রতিনিধিঃ
বগুড়ার ধুনট উপজেলা কৃৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত ২০২২-২০২৩ইং অর্থবছরে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের উন্নয়ন সহায়তা কার্যক্রমের আওতায় ৫০% ভর্তুকি মূল্যে কৃষকদের মাঝে কম্বাইন হার্ভেস্টার (ধান কাটার) যন্ত্র পাতি বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবাব সকাল ১১ ঘটিকার সময় উপজেলা কৃষি অফিস চত্ত্বরে। উপজেলা কৃৃষি অফিসার আশাদুজ্জামানের সভাপতিত্বে কম্বাইন হার্ভেস্টার যন্ত্রের শুভ উদ্বোধন করেন- উপজেলা উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন, উপজেলা সহকারী কমিশনার ভূমি নুরুল আমিন।
এসময় আরও উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সাবেক সহঃ সভাপতি গোলাম সোবাহান, যুগ্ন সম্পাদক শরিফুল ইসলাম শরিফ, সাবেক যুগ্ন সম্পাদক বাহাদুর আলী, সাবেক সহঃ প্রচার সম্পাদক মহসীন আলম মুন্টু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শফিউল আলম, উপজেলা প্রাণিসম্পদ অফিসার মনিরুল ইসলাম, উপজেলা মৎস্য অফিসার মীর্জা ওমর ফারুক, উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার শুকান্ত মদক, উপসহকারী কৃৃষি সম্প্রসারণ অফিসার আরিফুর রহমান, উপ-সহকারী কৃষি অফিসার জুয়েল হোসেন, সিরাজুল ইসলাম, সামিউল্লাহ, ধুনট সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহুরুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
যে সব কৃষককে কম্বাইন হার্ভেস্টার যন্ত্র প্রদান করা হলো তারা হলেন- উপজেলার খাটিয়ামারী গ্রামের জবদুল মিয়ার স্ত্রী আঙ্গুরী খাতুন, পিরহাটি গ্রামের আজিজুর রহমানের ছেলে আব্দুল হালিম।
অনলাইন ভিত্তিক 71sangbad24.com গণমাধ্যমটি
বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশনে নিবন্ধিত, (আই ডি নং-364)।
বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
আগ্রহীগণ সিভি পাঠাতে ই-মেইল করুনঃ info71sangbad24.com@gmail.com