শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ১২:৪৯ পূর্বাহ্ন
মনিরুজ্জামান মনির- বগুড়া জেলা প্রতিনিধিঃ
বগুড়ার ধুনট উপজেলা কৃৃষি সম্প্রসারণ অধিদপ্ত আয়োজিত ২০২১-২০২২ইং অর্থ বছরে খরিপ-১/২০২২-২০২৩ মৌসুমে প্রণোদনা ও কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় উফসী আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ১৮৪০ জন প্রান্তিক ও ক্ষুদ্র কৃষক/ কৃষাণীদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১১ ঘটিকার সময় উপজেলা কৃৃষি অফিস মিলনায়তনে। উপজেলা নির্বাহী অফিসার সঞ্জয় কুমার মহন্তের সভাপতিত্বে বীজ ও সার বিতরণের শুভ উদ্বোধন করেন মাননীয় জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান, উপজেলা কৃৃষি অফিসার আসাদুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি গোলাম সোবাহান, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম শরিফ, শ্রমবিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন খান, মেয়র এজিএম বাদশা, ধুনট থানার অফিসার ইনচার্জ কৃপা সিন্ধু বালা, কৃৃষি সম্প্রসারণ অফিসার নুর নাহার, আওয়ামী লীগ নেতা এমএ তারেক হেলাল, সিরাজুল ইসলাম লিটন, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আতিকুল ইসলাম আতিক, উপজেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া খন্দকারসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।