শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৬:০৬ পূর্বাহ্ন
মনিরুজ্জামান মনির- বগুড়া জেলা প্রতিনিধিঃ
বগুড়ার ধুনট উপজেলা প্রশাসন আয়োজিত ধুনট উপজেলায় ৪র্থ পর্যায়ের “ক” শ্রেণির অর্থাৎ ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পুনর্বাসনের লক্ষ্যে একক গৃহ নির্মাণ কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে উপজেলার গোশাইবাড়ী ইউনিয়নের চুনিয়াপাড়া গ্রামে। উপজেলা নির্বাহী অফিসার সঞ্জয় কুমার মহন্তের সভাপতিত্বে গৃহ নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন মাননীয় জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান, গোশাইবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি, উপজেলা পরিষদের ভাইস্ চেয়ারম্যান মহসীন আলম, উপজেলা আওয়ামী লীগের সহঃ সভাপতি গোলাম সোবাহান, দপ্তর সম্পাদক আফছার আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শামছুন নাহার শিউলী, গোশাইবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুল হক বাচ্চু, কালের পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজ্জাদ হোসেন শিপন, আওয়ামী লীগ নেতা জহুরুল ইসলাম, লুৎফর রহমান, শফিকুল ইসলাম চাঁন, আব্দুস সালাম, বেলাল হোসেন, সবুজসহ ইউপি সদস্য ও ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এই অনুষ্ঠানের পূর্বে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বাস্তবায়নে দক্ষিণ কালের পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংযোগ সড়ক প্রায় ১ কিঃ মিটার উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান এমপি।
অনলাইন ভিত্তিক 71sangbad24.com গণমাধ্যমটি
বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশনে নিবন্ধিত, (আই ডি নং-364)।
বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
আগ্রহীগণ সিভি পাঠাতে ই-মেইল করুনঃ info71sangbad24.com@gmail.com