বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০২:৫৬ অপরাহ্ন
মনিরুজ্জামান মনির- বগুড়া জেলা প্রতিনিধিঃ
বগুড়ার ধুনট উপজেলার নাটাবাড়ী গ্রামবাসীর আয়োজনে মুজিবুর রহমান চৌধুরী এতিম খানা ও হেফজ খানা প্রতিষ্ঠা উপলক্ষে সুধী সমাবেশ অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে নাটাবাড়ী গ্রামে। এতিম খানার সভাপতি ধুনট পৌর সভার মেয়র এজিএম বাদশার সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- রংপুর রেঞ্চের ডি আই জি মোহাঃ আব্দুল আলীম মাহমুদ, সম্মানিত অতিথির বক্তব্য রাখেন বগুড়া পুলিশ সুপার বি পি এম সুদীপ কুমার চক্রবর্তী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- ধুনট থানার অফিসার ইনচার্জ রবিউল ইসলাম, জেলা পরিষদের সদস্য এ এফ এম ফজলুল হক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রকৌশলী আসিফ ইকবাল সনি, গোশাইবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও এতিম খানার সাধারণ সম্পাদক মাসুদুল হক বাচ্চু, গোশাইবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ লুৎফর রহমান, গোশাইবাড়ী ইউনিয়ন যুবলীগের সাধারণ আব্দুস সালাম, আওয়ামী লীগ নেতা জহুরুল ইসলাম, সাইফুল ইসলাম, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল জব্বার ঘুতু, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, ইউপি সদস্য নজরুল ইসলাম ইউছোব, আব্দুল বারীর, কুরআন তেলাওয়াত করেন সিহাবুল ইসলাম, আব্দুল জলিল, জোসনা খাতুনসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।