");background-repeat:no-repeat;content:""!important;transition:all .2s}.gt_container--253dwx .gt_switcher .gt_selected a.open:after{transform:rotate(-180deg)}.gt_container--253dwx .gt_switcher .gt_selected a:hover{background:#ff0000}.gt_container--253dwx .gt_switcher .gt_current{display:none}.gt_container--253dwx .gt_switcher .gt_option{position:relative;z-index:9998;border-left:1px solid #cc0000;border-right:1px solid #cc0000;border-top:1px solid #cc0000;background-color:#eee;display:none;width:171px;max-height:198px;height:0;box-sizing:content-box;overflow-y:auto;overflow-x:hidden;transition:height 0.5s ease-in-out}.gt_container--253dwx .gt_switcher .gt_option a{color:#000;padding:3px 5px}.gt_container--253dwx .gt_switcher .gt_option a:hover{background:#8224e3}.gt_container--253dwx .gt_switcher .gt_option::-webkit-scrollbar-track{background-color:#f5f5f5}.gt_container--253dwx .gt_switcher .gt_option::-webkit-scrollbar{width:5px}.gt_container--253dwx .gt_switcher .gt_option::-webkit-scrollbar-thumb{background-color:#888}
রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৭:১৫ অপরাহ্ন
উজ্জ্বল রায়- নড়াইল জেলা প্রতিনিধিঃ
নড়াইল জেলা তথ্য অফিস’র আয়োজনে কমিউনিটি সভা অনুষ্ঠিত। জেলা তথ্য অফিস, কর্তৃক শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম শীর্ষক প্রকল্পের জিওবি খাতের আওতায় লোহাগড়া উপজেলার জয়পুর গ্রামে কমিউনিটি সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোঃ রোস্তম আলী, তথ্য অফিসার, নড়াইল, জেলা শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা বিকাশ কুসুম চক্রবর্তী, সাবিনা আক্তার, প্রোগ্রাম অফিসার আরআর এফ, নড়াইল এবং এলাকার নির্বাচিত জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিগণ।
কমিউনিটি সভায় বক্তারা শিশু ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ, পানিতে ডুবে শিশুর মৃত্যু প্রতিরোধ, শিশু ও নারীর অধিকার, শিশুর মানসিক বিকাশ, অটিজম, যৌতুক ও বাল্য বিবাহ প্রতিরোধ, টিকাদান, নারীর ক্ষমতায়ন, জেন্ডার সমতা, মাদক ও জঙ্গীবাদ প্রতিরোধ সম্পর্কে আলোচনা ও মতবিনিময় করেন।