রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৬:৫২ অপরাহ্ন
উজ্জ্বল রায়- নড়াইল জেলা প্রতিনিধিঃ
নড়াইল জেলা পুলিশ ও পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর যৌথ আয়োজনে পুলিশ লাইন্স ড্রিল শেডে পবিত্র ঈদুল ফিতর ২০২২ উপলক্ষে অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে প্রায় ৫০০ মানুষের মাঝে ঈদ উপহারস্বরূপ পাঞ্জাবি, শাড়ি ও লুঙ্গি বিতরণ করেন প্রবীর কুমার রায়, পিপিএম (বার), পুলিশ সুপার, নড়াইল এবং রুনু দে, সভানেত্রী, পুনাক, নড়াইল।
১লা মে রবিবার সকাল ১১টার সময় পুলিশ সুপার তার বক্তব্যে বলেন- মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয়ে নড়াইল জেলা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
তিনি আরও বলেন- আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নতকরনে ও অপরাধ নিয়ন্ত্রণে নড়াইল জেলা পুলিশ সর্বদাই আপনাদের পাশে আছে। এ সময় তিনি দুস্থ, অসহায় ও সম্বলহীন মানুষের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে তাদের মাঝে ঈদ উপহার বিতরণ করেন এবং কোন রকম মারামারি ও সামাজিক দ্বন্দ্বে না জড়িয়ে সকলকে উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণ ও নিরাপদে ঈদ উদযাপন করার জন্য আহ্বান জানান।
পুনাক সভানেত্রী রুনু দে বলেন- পুলিশ পরিবারের একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে মানবিক কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে পুনাক সর্বদাই অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছে, ভবিষ্যতেও মানবিক এবং ইতিবাচক কাজে সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকবে।
এসম মোঃ রিয়াজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার, প্রশাসন ও অর্থ; এস, এম,কামরুজ্জামান, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার, ক্রাইম এন্ড অপস্; মীর শরিফুল হক, ডিআইও-১, জেলা বিশেষ শাখা; শওকত কবির, অফিসার ইনচার্জ, সদর থানা; শেখ আবু হেনা মিলন, অফিসার ইনচার্জ, লোহাগড়া থানা, নড়াইল; জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তাগণ ও অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ বৃন্দ উপস্থিত ছিলেন।