সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১১:০০ অপরাহ্ন
উজ্জ্বল রায়- নড়াইল জেলা প্রতিনিধিঃ
নড়াইলে পুলিশের পৃথক অভিযানে দুইজন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার। যৌতুক মামলায় দুই বছরের সশ্রম কারাদণ্ড ও দশ হাজার টাকা জরিমানাপ্রাপ্ত আসামি বিল্লাল শেখকে গ্রেফতার করেছে নড়াইল সদর থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামি বিল্লাল শেখ নড়াইল জেলার সদর থানার পৌরসভাধীন ভওয়াখালী সাকিনের আনোয়ার বেকারীর পাশে সামিউলের বাড়ির ভাড়াটিয়া হাসান শেখের ছেলে।
উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, বুধবার (৭ ফেব্রুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জেলার সদর থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ সাইফুল ইসলামের তত্ত্বাবধানে এসআই (নিঃ) শোভন কুমার নাগ সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। অপরদিকে নড়াইলের লোহাগড়া থানা পুলিশের অভিযানে পাঁচ বছরের সাজাপ্রাপ্ত একজন আসামিকে গ্রেফতার করে। মাদক মামলায় পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা জরিমানাপ্রাপ্ত আসামি অনু সরদারকে গ্রেফতার করেছে নড়াইল জেলার লোহাগড়া থানা পুলিশ।
গ্রেফতারকৃত আসামি অনু সরদার নড়াইল জেলার লোহাগড়া থানার কুমরী গ্রামের ওমর সরদারের ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ কাঞ্চন কুমার রায় এর তত্ত্বাবধানে এএসআই (নিঃ) মাজহারুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলা পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান সার্বিক দিকনির্দেশনায় ওয়ারেন্ট তামিলে জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে।
ছবি দুটি এটাস্ট করে দিয়েন