বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ০৮:৩৮ পূর্বাহ্ন
মোঃ নুরুন্নবী- পাবনা জেলা প্রতিনিধিঃ
পাবনা সংবাদিক ফোরামের উদ্যোগে সপ্তাহব্যাপী দুঃস্থ ও অসহায়দের মাঝে শীতবস্ত্র ও আর্থিক সহযোগীতা প্রদান কর্মসূচি সমাপ্ত হয়েছে।
বৃহস্পতিবার ২৬শে জানুয়ারি সকাল ১১টায় পাবনা শালগাড়িয়াা বাইপাশ মোড়ে অবস্থিত শহীদ এম, মনসুর আলী কলেজ প্রাঙ্গণ এলাকার দুঃস্থ ও অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণের মধ্যদিয়ে ফোরামের সভাপতি এ কর্মসূচীর সমাপ্তি ঘোষণা করেন।
এ সময় তিনি যে কোনো দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে আত্মমানবতার সেবায় পাবনা সাংবাদিক ফোরামের সদস্যরা পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি অসহায় মানুষের পাশে থাকার অঙ্গিকার ব্যক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন- ফোরামের প্রধান উপদেষ্টা রোটাঃ মোঃ জালাল উদ্দিন, দৈনিক এরোমনি প্রতিদিনের সম্পাদক ও এমএস ল্যাবরেটরীজের ব্যবস্থাপনা পরিচালক মাহবুবুল আলম ফারুক, শহীদ এম, মনসুর আলী কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের বিভাগীয় প্রধান ডঃ আল আমিন, ফোরামের সহসভাপতি আলাউদ্দিন বিন কাশেম, সহঃ সাধারণ সম্পাদক নবী নেওয়াজ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক খালেদ আহমেদ, ফোরামের সদর উপজেলা সভাপতি মোঃ সোবহান খান, সাধারণ সম্পাদক পলাশ হোসেন, সদস্য আব্দুল্লাহ আল মোমিন প্রমুখ।