শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৪:২৭ অপরাহ্ন
রুহুল আমীন খন্দকার- বিশেষ প্রতিনিধিঃ
দেশ ও জাতির কল্যানার্থে বিরতিহীন অভিযানের মাধ্যমে মাদক, সন্ত্রাস, অস্ত্র ও জঙ্গিবাদ নির্মূল’সহ দেশের সার্বিক শান্তি শৃঙ্খলা বজায়ের লক্ষ্যে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন বাংলাদেশ পুলিশ বাহিনীর বিভিন্ন ইউনিট। এই ধারাবাহিকতাকে অক্ষুণ্ণ রাখতে সারা দেশব্যাপী পুলিশের বিভিন্ন ইউনিট কতৃক যথারীতি অভিযান চলমান রয়েছে।
এরই ধারাবাহিকতায় বগুড়ার আদমদীঘির সান্তাহারে একটি ট্রাভেল ব্যাগ থেকে প্রায় ১০ কোটি টাকা মূল্যের জোড়া লাগানো ১০টি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।
আজ বৃহস্পতিবার ২৪শে মার্চ দুপুর ১টা ৩০ ঘটিকায় উপজেলার সান্তাহার স্টেশনের ৪ নম্বর প্ল্যাটফর্মের ওয়াক্তিয়া মসজিদের পাশে ট্রাভেল ব্যাগ থেকে মূর্তিগুলো উদ্ধার করা হয়। এগুলোর ওজন ৮ কেজি ৬০০ গ্রাম।
পুলিশ সুত্রে জানা যায়- দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে সান্তাহার জংশন স্টেশনে অভিযান চালিয়ে মালিকবিহীন অ্যাপেক্স লেখা একটি ট্রাভেল ব্যাগ উদ্ধার করা হয়। ব্যাগটি তল্লাশি করে আট কেজি ৬০০ গ্রাম ওজনের ১০-টি কষ্টিপাথরের জোড়ালাগানো মূর্তি উদ্ধার হয়। যার আনুমানিক মূল্য প্রায় ১০ কোটি টাকা।
বগুড়া জেলার সান্তাহার জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাকিউল আযম গণমাধ্যম কর্মীদের জানান- কষ্টিপাথরের মূর্তি গুলোর আনুমানিক মূল্য প্রায় ১০ কোটি টাকা। উদ্ধারের পর এগুলো জব্দ তালিকায় দেখানো হয়েছে। তবে মূর্তির বাহক বা কারবারিকে চিহ্নিত করা যায়নি।