সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৬:০৩ অপরাহ্ন
মোঃ কামরুজ্জামান- বেরোবি প্রতিনিধিঃ
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের(বেরোবি) ছাত্রলীগের কমিটি বিলুপ্তির ৭ মাস পর নতুন কমিটি গঠণ করেছে কেন্দ্রীয় সংগঠন। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হন পোমেল বড়ুয়া ও সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান শামীম।
আগামী এক বছরের জন্য বাংলাদেশ ছাত্রলীগ, বেরোবির আংশিক কমিটির অনুমোদন দিয়েছে। রবিবার ৩১শে জুলাই রাতে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
২৭ সদস্য বিশিষ্ট কমিটিতে সহ-সভাপতি হিসেবে আছেন মোঃফজলে রাব্বী, রেজওয়ানুল আনাম তন্ময়, আরিফুল ইসলাম, সামিউল রেজা রিমন, তানভীর আহমেদ, আব্দুস সালাম, লুবনা হক মিমি, আব্দুল্লাহ আল নোমান খান, রেজাউল করিম শাকিল,রকিবুল হাসান রুপম, শামীম আহমেদ, নাজমুল হক শুভ, জাহাঙ্গীর আলম, মাহাবুব।
এর আগে গতবছরের ২২শে নভেম্বর ২০২১ইং শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করে কেন্দ্র। একইসাথে বিশ্ববিদ্যালয়ের নতুন কমিটিতে সভাপতি ও সম্পাদক পদে আগ্রহীদের কাছ থেকে জীবনবৃত্তান্ত আহ্বান করা হয়। পরে ২৫শে ডিসেম্বর শাখা ছাত্রলীগের তত্ত্বাবধানের দায়িত্ব থাকা কেন্দ্রীয় নেতারা ক্যাম্পাসে উপস্থিত জীবন বৃত্তান্ত সংগ্রহ করেন।
এছাড়াও যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে, ইমরান চৌধুরী আকাশ, কাউসার আহমেদ শাওন, আব্দুল্লাহ আল মুমিন, মোস্তফা কামাল, মারুফ রহমান ভূঁইয়া সুব্রত ঘোষ।
সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসেন এলিট, ধনঞ্জয় কুমার দাস, নেছার উদ্দিন, মিনহাজুল ইসলাম মানিক , ঐশী ইসলাম। কেন্দ্রীয় কমিটির সদস্যঃ শাওন আহমেদ শুভ, মামুনুর রশিদ মামুন, অমৃত কুমার ঘোষ।
পোমেল বড়ুয়া বলেন- আমরা নতুন কমিটি বেরোবি শিক্ষার্থীদের পাশে থেকে আদর্শিক ও পরিচ্ছন্ন সংগঠন করাই হবে মূল আমাদের লক্ষ্য। বঙ্গবন্ধুর আদর্শকে লালন করে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব।
উল্লেখ্য- ২০১৭ইং সালের ৫ই জুন আবু মোন্নাফ আল তুষার কিবরিয়াকে সভাপতি ও কামরুল হাসান নোবেল শেখকে সাধারণ সম্পাদক করে এক বছরের জন্য বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটি ঘোষণা করেছিলেন ছাত্রলীগের তৎকালীন কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন।