সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১০:১৬ পূর্বাহ্ন
আফজাল হোসেন- দিনাজপুর জেলা প্রতিনিধিঃ
দিনাজপুরের মধ্যপাড়া যুব সমাজ ও সামাজিক দায়বদ্ধতার প্রতিশ্রুতিতে অঙ্গিকার বদ্ধ যুব সংঘের বিরুদ্ধে একটি সংগঠিত কুচক্রী মহল নিজেদের অপরাধ আড়াল করতে রাতের আঁধারে বে-নামে কম্পিউটার কম্পোজ লিফলেট বিতরণের মাধ্যমে সদস্যদের বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তীমূলক প্রচারনার অভিযোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার সকাল ১০টায় মধ্যপাড়া খনিজ শিল্পাঞ্চল বৌ বাজারের যুব সংঘ চত্বরে সংগঠন সদস্যদের উপস্থিতিতে এই কর্মসুচী পালিত হয়। আয়োজকরা জানান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে উজ্জীবীত হয়ে বিভিন্ন অঞ্চলের প্রায় দেড় শতাধিক তারুণ্য দিপ্ত যুবক যুব সংঘ প্রতিষ্ঠা করে। যুব সংঘ এর সামাজিক উন্নয়ন মুলক কর্মকান্ড এবং জনপ্রিয়তা দেখে এলাকার চিহ্নিত কতিপয় চাটুকার মন্দ প্রকৃতির স্বার্থনেষী ব্যাক্তি ঈশান্বিত হয়ে সংঘের বিরুদ্ধে অপপ্রচারনায় লিপ্ত হয়েছে।
ওই চক্রটি ভীরু কাপুরুষের মতো রাতের আঁধারে বে- নামে লিফলেট বিতরণের মাধ্যমে যে অপতৎপরতা শুরু করেছে তা সচেতন মহল রুখে দিতে প্রস্তুত থাকবেন। মানববন্ধন কর্মসূচিতে যুব সংঘের সদস্যরা ছাড়াও এলাকার কয়েক শতাধিক জনগন অংশ নেয়।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন মজিদুল মন্ডল শাহিনুর রহমান শাহীন জুলফিকার আলী ধেদা মিয়া মানিক মিয়া ও মাহবুবুর রহমান প্রমুখ। বক্তরা হুশিয়ারী উচ্চারণ করে বলেন অদুর ভবিষৎ-এ সংগঠনের বিরুদ্ধে কোন রুপ মিথ্যাচার প্রচার করা হয় তাহলে আইনানুগ ব্যবস্থা গ্রহনে বাধ্য হবো।