শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ০৯:২১ পূর্বাহ্ন
রবিন চৌধুরী রাসেল- রংপুর জেলা প্রতিনিধিঃ
রংপুরে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ড.ওয়াজেদ মিয়ার ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ড. এম এ ওয়াজেদ মিয়ার সমাধিতে পুষ্পাঞ্জলি অর্পণ করেছে জেলা স্বেচ্ছাসেবক লীগ।
সোমবার ৯ই মে ২০২২ইং সকালের দিকে পীরগন্জ উপজেলায় লালদিঘী ফতেপুর গ্রামে সমাধিতে এ ফুলেল শুভেচ্ছা জানান।
এ সময় উপস্থিত ছিলেন- স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক নাফিউল করিম নাফা, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সিরাজুল ইসলাম প্রামানিক, সিনিয়র সহ-সভাপতি রউফ সরকার,সাধারণ সম্পাদক ধনজিত ঘোষ তাপস, যুগ্ন সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রবিন, পীরগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সেকেন্দার আলী, সাংগঠনিক সম্পাদক মাসুদসহ উপজেলার অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় সকলেই মোনাজাতে মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন।