");background-repeat:no-repeat;content:""!important;transition:all .2s}.gt_container--glemhb .gt_switcher .gt_selected a.open:after{transform:rotate(-180deg)}.gt_container--glemhb .gt_switcher .gt_selected a:hover{background:#ff0000}.gt_container--glemhb .gt_switcher .gt_current{display:none}.gt_container--glemhb .gt_switcher .gt_option{position:relative;z-index:9998;border-left:1px solid #cc0000;border-right:1px solid #cc0000;border-top:1px solid #cc0000;background-color:#eee;display:none;width:171px;max-height:198px;height:0;box-sizing:content-box;overflow-y:auto;overflow-x:hidden;transition:height 0.5s ease-in-out}.gt_container--glemhb .gt_switcher .gt_option a{color:#000;padding:3px 5px}.gt_container--glemhb .gt_switcher .gt_option a:hover{background:#8224e3}.gt_container--glemhb .gt_switcher .gt_option::-webkit-scrollbar-track{background-color:#f5f5f5}.gt_container--glemhb .gt_switcher .gt_option::-webkit-scrollbar{width:5px}.gt_container--glemhb .gt_switcher .gt_option::-webkit-scrollbar-thumb{background-color:#888}
মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ০৪:১৩ পূর্বাহ্ন
মোঃ নুরুন্নবী- পাবনা জেলা প্রতিনিধিঃ
পাবনার সাঁথিয়া উপজেলার কাশিনাথপুর বাজারে হাইওয়ে রোডের দুই পাশের রাস্তা অবৈধভাবে দখল করে যানজট সৃষ্টি করার অপরাধে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে জরিমানা আদায়ের ঘটনা ঘটে।
গত রবিবার ৩০শে অক্টোবর বেলা ১১ঃ০০ ঘটিকায় সাঁথিয়া উপজেলাধীন কাশিনাথপুর বাজারে হাইওয়ে রাস্তা অবৈধভাবে দখল করে যানজট সৃষ্টি করার অপরাধে বিভিন্ন ব্যক্তি ও দোকানদারসহ সর্বমোট ১৩ জনকে জরিমানা করা হয়। হাইওয়ে আইন, ১৯২৫ অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করে ১৯,০০০ টাকা জরিমানা আদায় করা হয়।
এ সময় হাইওয়ে রাস্তায় যত্রতত্রভাবে গাড়ি পার্কিং করা, রড বা অন্যান্য মালামাল দিয়ে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি সহ বিভিন্ন দোকান মালিকরা দোকানের বাইরে রাস্তার ওপর পণ্য সাজিয়ে জনদূর্ভোগ সৃষ্টি করায় তাদের এ জরিমানা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনায় সহায়তা করেন কাশিনাথপুর ফাড়ির পুলিশ সদস্যবৃন্দ। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে ।