রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ১১:৫৮ অপরাহ্ন
খলিলুর রহমান- নিজস্ব প্রতিনিধিঃ
রংপুরের তারাগঞ্জ থানা পুলিশের একটি দল, গোপন সংবাদের ভিত্তিতে ডাকাতির প্রস্তুতিকালে কুর্শা ইউনিয়নের জিগারতল টিবিএম কলেজের সামনের রাস্তা থেকে তাদের আটক করে।
জানা গেছে- ইকরচালী ইউনিয়নের দোহাজারী এলাকার খাদেমুল ইসলামের ছেলে তুহিন ইসলাম(২৮) ও রংপুর জেলার কোতোয়ালি থানার আমজাদ হোসেনের ছেলে আরিফুল ইসলাম(৩১) কে ডাকাতির কাজে ব্যবহৃত ছুরি, রশি, টেপ, লাঠি, টর্চলাইট ও একটি এপাচি মোটরসাইকেলসহ হাতেনাতে ধরা পরে।
তারা আন্তঃজেলা সংঘবদ্ধ ডাকাত ও মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য ও নেতৃত্ব দিয়ে আসছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যান্য ডাকাত সদস্যরা পালিয়ে যায়।
মামলার বাদী এসআই তোহাকুল ইসলাম জানান- চক্রটি দীর্ঘদিন যাবত পরস্পরের যোগসাজসে রংপুর জেলাসহ পার্শ্ববর্তী বিভিন্ন জেলার বিভিন্ন এলাকায় সংঘবদ্ধ হয়ে ডাকাতি ও মোটরসাইকেল চুরি করে আসছিল। তাদের নামে সৈয়দপুর, নীলফামারী সদর থানায় একাধিক মামলা রয়েছে।
তারাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান বলেন- আমরা চুরি, ডাকাতি, মাদকের রিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অবলম্বন করছি।
আমি যোগদানের পর থেকে বেশ কয়েকটি চঞ্চল্যকর অভিযান পরিচালনা ও দাগী আসামিদের গ্রেফতার করেছি। আমাদের অভিযান অব্যাহত থাকবে।