শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ০৩:১৬ পূর্বাহ্ন
রুহুল আমীন খন্দকার- বিশেষ প্রতিনিধিঃ
দেশ ও জাতির কল্যানার্থে বিরতিহীন অভিযানের মাধ্যমে মাদক, সন্ত্রাস, অস্ত্র ও জঙ্গিবাদ নির্মূল’সহ দেশের সার্বিক শান্তি শৃঙ্খলা বজায়ের লক্ষ্যে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন বাংলাদেশ পুলিশ বাহিনীর বিভিন্ন ইউনিট। এই ধারাবাহিকতাকে অক্ষুণ্ণ রাখতে সারা দেশব্যাপী পুলিশের বিভিন্ন ইউনিট কতৃক যথারীতি অভিযান চলমান রয়েছে।
এরই ধারাবাহিকতায় রাজধানীর বিমানবন্দর এলাকায় অভিযান চালিয়ে ৯ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার অভিযানটি পরিচালনা করেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামীর নাম- মোঃ ওসমান মিয়া। গতকাল শনিবার ২৮শে মে ২০২২ইং সন্ধ্যা ৭টা ৩০ ঘটিকায় বিমানবন্দর গোলচত্ত্বর এলাকা থেকে পুলিশ তাকে গাঁজাসহ গ্রেফতার করতে সক্ষম হন।
ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মোঃ শফিকুল ইসলাম গণমাধ্যমকে জানান- একজন মাদক কারবারি বিমানবন্দর থানার গোলচত্ত্বর এর পূর্ব পাশে পুলিশ বক্সের সামনে পাকা রাস্তার উপর মাদকদ্রব্য গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে অন্যত্র যাওয়ার জন্য অবস্থান করছে মর্মে গোপন তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান পরিচালনা করে থানার একটি টিম। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ৯ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ ওসমানকে গ্রেফতার করা হয়।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর থানায় মামলা রুজু করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা। আজ রবিবার ২৯শে মে ২০২২ইং তারিখ ডিএমপির এক প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যম কর্মীদের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।