");background-repeat:no-repeat;content:""!important;transition:all .2s}.gt_container--iocp94 .gt_switcher .gt_selected a.open:after{transform:rotate(-180deg)}.gt_container--iocp94 .gt_switcher .gt_selected a:hover{background:#ff0000}.gt_container--iocp94 .gt_switcher .gt_current{display:none}.gt_container--iocp94 .gt_switcher .gt_option{position:relative;z-index:9998;border-left:1px solid #cc0000;border-right:1px solid #cc0000;border-top:1px solid #cc0000;background-color:#eee;display:none;width:171px;max-height:198px;height:0;box-sizing:content-box;overflow-y:auto;overflow-x:hidden;transition:height 0.5s ease-in-out}.gt_container--iocp94 .gt_switcher .gt_option a{color:#000;padding:3px 5px}.gt_container--iocp94 .gt_switcher .gt_option a:hover{background:#8224e3}.gt_container--iocp94 .gt_switcher .gt_option::-webkit-scrollbar-track{background-color:#f5f5f5}.gt_container--iocp94 .gt_switcher .gt_option::-webkit-scrollbar{width:5px}.gt_container--iocp94 .gt_switcher .gt_option::-webkit-scrollbar-thumb{background-color:#888}
মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫, ০১:১৩ পূর্বাহ্ন
মনিরুজ্জামান মনির- বগুড়া(ধুনট) প্রতিনিধিঃ
বগুড়ার ধুনট উপজেলা শিক্ষা অফিস আয়োজিত বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০২৩ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে ধুনট সরকারি নঈম উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয় খেলার মাঠে।
উপজেলা সহকারী কমিশন ভূমি নুরুল আমিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মাননীয় জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি টি আই এম নুরুন্নবী তারিক, সাধারণ সম্পাদক প্রকৌশলী আসিফ ইকবাল সনি, উপজেলা পরিষদের ভাইস্ চেয়ারম্যান মহসীন আলম, পৌর মেয়র এজিএম বাদশা, ধুনট থানার অফিসার ইনচার্জ তদন্ত মনিরুল ইসলাম, উপজেলা মহিলা আওয়ামী সভাপতি পপি রানী সাহা।
উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শরিফুল ইসলাম শরিফ, সাবেক সহঃ সভাপতি গোলাম সোবহান, শফিকুল ইসলাম শফি, আফছার আলী, জয়নাল আবেদীন খান, সাইফুল ইসলাম চাঁন, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার ফেরদৌস আলম, উপজেলা শিক্ষা অফিসার ফজলুর রহমান, উপজেলা যুবলীগের সহঃ সভাপতি আলীম আলরাজী বুলেট, সাংগঠনিক সম্পাদক আতিকুল ইসলাম আতিক, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাইদুল ইসলাম রনি সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
চূড়ান্ত প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান এমপি।