বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০২:৪৩ অপরাহ্ন
মনিরুজ্জামান মনির- বগুড়া জেলা প্রতিনিধিঃ
বগুড়ার ধুনট উপজেলার গোসাইবাড়ী এ.এ. উচ্চ বিদ্যালয়ের এস.এস.সি ব্যাচ ২০২৩ইং আয়োজিত গোসাইবাড়ী আমির উদ্দিন আয়েজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে গোসাইবাড়ি এ. এ.উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজ্জাদুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গোসাইবাড়ী আমির উদ্দিন আয়েজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শফিকুল ইসলাম শফি, অবসরপ্রাপ্ত শিক্ষক আমিনুল হক (দুলু), সহকারী শিক্ষক আবুল কালাম আজাদ, সাজিয়া আফরিন, রফিকুল ইসলামসহ শিক্ষক কর্মচারীবৃন্দ, ম্যানেজিং কমিটির সদস্য আবু তাহের তোতা, আবু সাঈদ মন্ডল তোতা, রফিকুল ইসলাম রাঙ্গা, শামীম শেখ, গোসাইবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক লিয়াকত আলী লিটন, বিদায়ী ছাত্র রাকিব হোসেন, মানপত্র পাঠ করেন দশম শ্রেণীর(খ) শাখার ছাত্র অপূর্ব হাসানসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।