শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৩:০৯ অপরাহ্ন
মনিরুজ্জামান মনির- বগুড়া জেলা প্রতিনিধিঃ
“মুজিব বর্ষের অঙ্গীকার গৃহহীন থাকবে না একটি পরিবার”এই প্রতিপাদ্য বিষয় ধারণ করে, মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার ঈদ উপহার “ভূমিহীন ও গৃহহীনদের জন্য ঘর নির্মাণ” প্রকল্পের আওতায় ৩য় পর্যায়ে সারাদেশে ৩২ হাজার ৯’শত ৪টি ঘর নির্মাণ করা হচ্ছে।
২৬/০৪/২০২২ইং তারিখ মঙ্গলবার মাননীয় প্রধানমন্ত্রী এক যোগে উদ্বোধন করেন এবং তৃতীয় পর্যায়ে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় বিনামূল্যে জমিসহ ঘর পেলেন আরও ৩২ হাজার ৯০৪ জন ভূমিহীন ও গৃহহীন পরিবার। তার অংশ হিসেবে ধুনট উপজেলায় প্রথম পর্যায়ে ১০১টি ঘর নির্মাণ কাজ শেষ করে, দ্বিতীয় পর্যায়ে ১২০টি ও তৃতীয় পর্যায়ে আরও ১৫০ ঘর নির্মাণ ও ঘরের দলিলসহ ঘর হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলার চুনিয়াপাড় গুচ্ছ গ্রামে। উপজেলা নির্বাহী অফিসার সঞ্জয় কুমার মহন্তের সভাপতিত্বে ২৬/০৪/২০২২ইং তারিখ মঙ্গলবার দুপুরে বগুড়ার ধুনট উপজেলার গোশাইবাড়ী ইউনিয়নের চুনিয়াপাড়া, নাটাবাড়ী, ভান্ডারবাড়ী ইউনিয়নের শিমুলবাড়ী, চিকাশী ইউনিয়নের সোনার গাঁ, নিমগাছী ইউনিয়নের বড়ইতলি, ধুনট সদর ইউনিয়নের মালোপাড়া গ্রামে ভূমিহীন ও গৃহহীনদের মাঝে বিনামূল্যে জমিসহ ঘর হস্তান্তর ও পরিদর্শন করেন মাননীয় জাতীয় সংদস সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান, উপজেলা সহকারী কমিশনার ভূমি করকত উল্লাহ, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি গোলাম সোবাহান, পৌর মেয়র এ,জি,এম বাদশা, ধুনট থানার অফিসার ইনচার্জ কৃপা সিন্ধু বালা, গোশাইবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি, প্রকল্প বাস্তবায়ন অফিসার আব্দুল আলিম, উপজেলা মহিলা বিয়ক কর্মকর্তা আশরাফ আলীসহ অফিসারগণ, উপজেলা মুক্তিযোদ্ধার সাবেক কমান্ডার ফেরদৌস আলম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম শরিফ, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুলতানা জাহান, উপজেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া খন্দকারসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
তৃতীয় পর্যায়ে বিনামূল্যে জমিসহ ঘর পেলেন আরও ১৫০ জন ভূমিহীন ও গৃহহীন পরিবার। গনভবন থেকে ভার্চুয়্যালী এসব ঘর হস্তান্তর কার্যক্রমের অানুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
অনলাইন ভিত্তিক 71sangbad24.com গণমাধ্যমটি
বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশনে নিবন্ধিত, (আই ডি নং-364)।
বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
আগ্রহীগণ সিভি পাঠাতে ই-মেইল করুনঃ info71sangbad24.com@gmail.com