সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:৩০ পূর্বাহ্ন
উজ্জ্বল রায়- নড়াইল জেলা প্রতিনিধিঃ
নড়াইলে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ একজন গ্রেপ্তার। নড়াইলের কালিয়া উপজেলায় হাসিবুর শেখ (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (১০ জুলাই) দুপুরে উপজেলার খড়রিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা জব্দ করা হয়। গ্রেপ্তার হাসিবুর শেখ উপজেলার পেরুলী ইউনিয়নের খড়রিয়া গ্রামের মো. তবিবর শেখের ছেলে। নড়াইল জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ইনচার্জ মো. সাবিরুল আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এএসআই (নিঃ) মোঃ আনিসুজ্জামান ও এএসআই (নিঃ) মাহফুজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে উপজেলার খড়রিয়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
এসময় একশত পিস ইয়াবাসহ হাসিবুর নামের এক মাদক ব্যবসায়ীকে আটকের পর কালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।