সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১০:৪৯ অপরাহ্ন
উজ্জ্বল রায়- নড়াইল জেলা প্রতিনিধিঃ
নড়াইলে ডিবি পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার। নড়াইলে মাদক মামলায় তিন বছরের সাজাপ্রাপ্ত আসামী সৈয়দ তৌফিকুজ্জামান সৌরভ(৩২) কে গ্রেপ্তার করেছে নড়াইল জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে শহরের পুরাতন বাস টার্মিনাল সোনারগাঁ হোটেলের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে সদর উপজেলার হবখালী ইউনিয়নের উত্তর বাগডাঙ্গা গ্রামের মৃতঃ রবিউল ইসলামের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার এসআই অপু মিত্র সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে নড়াইল শহরের পুরাতন বাস টার্মিনাল সংলগ্ন সোনারগাঁ হোটেলের সামনে থেকে সৈয়দ তৌফিকুজ্জামান সৌরভ কে গ্রেপ্তার করা হয়।
এব্যাপারে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ সাব্বিরুল আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামিকে বিকালে আদালতে সোপর্দ করা হয়েছ।