বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ০৯:৩১ পূর্বাহ্ন
উজ্জ্বল রায়- নড়াইল জেলা প্রতিনিধিঃ
মাদক ব্যবসায়ের সাথে সংশ্লিষ্ট মোঃ নাজমুল ইসলাম(৩২) ও মোঃ আরিফ শরিফ(২৮) নামের দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে নড়াইল লোহাগড়া থানা পুলিশ।
গ্রেফতারকৃত মোঃ নাজমুল ইসলাম নোয়াগ্রামের মৃতঃ নজরুল ইসলাম শেখ এর ছেলে এবং মোঃ আরিফ শরিফ একই গ্রামের মৃত ফায়েক শরীফ এর ছেলে। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) লোহাগড়া থানাধীন দিঘলিয়া ইউনিয়নের নোয়াগ্রাম এলাকা থেকে তাদের আটক করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিনের তত্ত্বাবধানে এসআই (নিঃ) অমিত কুমার বিশ্বাস ও এএসআই (নিঃ) মোঃ মাজহারুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ লোহাগড়া থানার দিঘলিয়া ইউনিয়নের নোয়াগ্রাম এলাকা থেকে তাদের গ্রেফতার করে।
এ সময় তাদের নিকট থেকে ২৫০ গ্রাম গাঁজা ও দু‘টি মোবাইল ফোন জব্দ করা হয়। এ সংক্রান্তে লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। নড়াইল জেলার পুলিশ সুপার নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করছে।
অনলাইন ভিত্তিক 71sangbad24.com গণমাধ্যমটি
বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশনে নিবন্ধিত, (আই ডি নং-364)।
বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
আগ্রহীগণ সিভি পাঠাতে ই-মেইল করুনঃ info71sangbad24.com@gmail.com