মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ০৭:১৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
পাবনায় জিংক ধানের বীজ বিতরণ ও কৃষক প্রশিক্ষণ প্রদান নড়াইলের চাঁদপুর গ্রামে দুইপক্ষের সংঘর্ষে নিহত জামায়াতে ইসলামী রুকনদের সেবকের ভূমিকায় এগিয়ে আসার আহ্বান মধ্যপাড়া খনিতে পাথর উৎপাদনে নতুন মাইল ফলক কিশোরগঞ্জে থাই ও ভিসা প্রতারণার দায়ে যুবক আটক পাবনার ফরিদপুরে ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা পীরগঞ্জে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালন কুমিল্লায় ১৮৬ বোতল ফেন্সিডিল ও বিদেশী মদসহ গ্রেপ্তার-২ সোনার দেশ গড়তে হলে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে হবে- গোলাম রাব্বানী দৈনিক সকালের বাণী পত্রিকার ২য় বর্ষে পদার্পন রাণীশংকৈলে জাতীয় যুব দিবস পালন বুড়িচংয়ে জাতীয় যুব দিবস পালিত খুনি হাসিনাকে দেশে এনে বিচার করতে হবে- রফিকুল ইসলাম খান রংপুরে হিন্দু পরিবারকে বসতি থেকে উচ্ছেদ চেস্টার অভিযোগ রংপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের কর্মী সমাবেশ পুঠিয়া উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নড়াইলে গরু চোর সন্দেহে তিন জনকে পিটিয়ে হত্যা লক্ষ্মীপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অবহিত করন সেমিনার লক্ষ্মীপুরে ইটভাটা বন্ধে শিক্ষার্থীদের মানববন্ধন বসতবাড়ি উচ্ছেদ চেস্টা রোধে ভূক্তভোগীর মামলা না নেয়ার অভিযোগ

পাবনার সুজানগরে হত্যার ঘটনায় দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

মোঃ নূরুন্নবী পাবনা জেলা প্রতিনিধিঃ
পাবনার সুজানগরে উপজেলা পরিষদের নির্বাচনকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জেরে আল আমিন মিয়া(৩৮) নামে এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যার ঘটনায় দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ জুন) দুপুর ১টার দিকে উপজেলার আমিনপুরের রানীনগর উচ্চ বিদ্যালয় মাঠে এলাকাবাসীর ব্যানারে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে মৃত আল-আমিন হোসেনের বড় ভাই আলমগীর হোসেন বলেন, আমার নিরপরাধ ভাইকে প্রকাশ্যে এলাকার চিহ্নিত সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করেছে। ভাইকে তো আর ফিরে পাব না কিন্তু আমি এ হত্যার দৃষ্টান্তমূলক বিচার দেখে যেতে চাই।

দুদকে চাকরি করে হাফিজুর রহমান। মূলত তার প্রশ্রয়েই এই হত্যার ঘটনা ঘটেছে। এর আগেও তিনি আমার ভাইকে হত্যার ঘোষণা দিয়েছিলেন। আল আমিনকে হত্যা করতে কত টাকা লাগবে এলাকায় এই ঘোষণা কয়েকবার দিয়েছে। হাফিজ নামে বেনামে টাকার পাহার গড়েছে। স্ত্রী-সন্তান ও শ্বশুর-শাশুড়ির নামে অঢেল সম্পদ রয়েছে। ব্যাংকে রয়েছে কোটি কোটি টাকা। আমিও তো সরকারি চাকরি করি। মাস শেষে তো বাজার করার টাকাই থাকে না।

তিনি আরও বলেন, হত্যাকারীরা এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়ালেও তাদের ধরা হচ্ছে না। আসামিরা মামলা তুলে নেওয়ার জন্য বাড়িতে এতে হুমকি-ধামকি দিচ্ছে। আমরা এখন নিরাপত্তাহীনতায় ভুগছি। আসামিদের দ্রুত গ্রেপ্তার না করলে বড় ধরনের কর্মসূচির ঘোষণা দেওয়া হবে।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন, স্থানীয় ইউপি সদস্য মোঃ বিল্লাল হোসেন, মোঃ রাসু মেম্বার, মোঃ খাইরুল মাস্টার ও এলাকার সর্বস্তরের মানুষজন।

এর আগে, বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার রানিনগর ইউনিয়নের রানিনগর ক্লাবের সামনে এ ঘটনা ঘটে। শুক্রবার (২১ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত আল আমিন উপজেলার রানিনগর ইউনিয়নের মৃত শহিদুর রহমান মিয়ার ছেলে। তিনি রানিনগর ইউনিয়ন যুবলীগের সদস্য ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রথম ধাপে গত ৯ মে সুজানগর উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়।

এই নির্বাচনকে কেন্দ্র করে বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওহাব ও সাবেক চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিনুজ্জামান শাহীনের সমর্থকদের মধ্যে রানিনগরে বেশ কিছু দিন ধরে অস্থিরতা বিরাজ করছে। এর আগে কয়েকবার তাদের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটেছে।

এরই সূত্র ধরে ২১ জুন বিকেল সাড়ে ৩টার দিকে যুবলীগ নেতা (শাহীনুজ্জামান শাহীন গ্রুপের) আল আমিন আত্মীয়ের বাড়ি থেকে দাওয়াত খেয়ে মোটরসাইকেলযোগে বাড়িতে আসছিলেন।

পথিমধ্যে রানিনগর ক্লাবের সামনে পৌঁছালে পূর্ব থেকে ওৎ পেতে থাকা দুর্বৃত্তরা মোটরসাইকেল থেকে নামিয়ে তাকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করলে মাঝপথে গিয়ে মৃত্যু হয় তার।

সংবাদটি শেয়ার করুনঃ

অনলাইন ভিত্তিক 71sangbad24.com গণমাধ্যমটি

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশনে নিবন্ধিত, (আই ডি নং-364)

বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।

আগ্রহীগণ সিভি পাঠাতে -মেইল করুনঃ info71sangbad24.com@gmail.com

©2019 copy right. All rights reserved 71sangbad24.com Desing & Developed By Hostitbd.Com