শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ১০:১১ অপরাহ্ন
আবির আকাশ- লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরে সুপারী পাড়াকে কেন্দ্র করে বাগান মালিক আলী আহম্মেদর ছেলে ও নারীসহ ৪ জনকে পিটিয়ে আহত করেছে একই এলাকার মুরাদ হোসেন ও তার সাঙ্গপাঙ্গরা।
সদর উপজেলার চররুহিতা ইউনিয়নে চরমণ্ডল গ্রামের সুতার বেপারীর বাড়িতে আলী আহম্মেদের নিজ মালিকীয় সুপারী বাগান থেকে সম্পূর্ণ অবৈধভাবে জবরদখল করে সুপারী পাড়ে একই এলাকার হাবীব উল্লাহ পাটওয়ারী বাড়ীর হোসেন পাটওয়ারীর ছেলে মুরাদ পাটওয়ারী, রাব্বি পাটওয়ারী,সাব্বির পাটওয়ারী, শাহ আহম্মেদ, রিয়াজ হোসেনসহ অজ্ঞাত আরও কয়েকজন।
খবর পেয়ে আলী আহম্মেদের ছেলে আল মিজান বাধা দিতে গেলে তাকে মারধর শুরু করে। মিজানের আত্মচিৎকারে তার ভাইয়ের স্ত্রী শহীদা খাতুন, আয়েশা বেগম, ও রিংকি বেগম এগিয়ে এলে তাদেরও মারধর করে তারা। স্থাণীয়রা তাদের উদ্ধার করে সদর হাসপাতালে প্রেরণ করে।
এ নিয়ে আলী আহম্মেদ বাদী হয়ে সেনাক্যাম্পে লিখিত অভিযোগ দায়ের করেন৷
এ নিয়ে মুরাদ হোসেনের মোবাইলে একাধিকবার কল করেও না পাওয়া বক্তব্য নেয়া সম্ভব হয়নি।