রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৬:২৯ অপরাহ্ন
মোস্তফা মিয়া- পীরগঞ্জ(রংপুর) প্রতিনিধিঃ
পীরগঞ্জের চৈত্রকোল ইউনিয়নের উত্তর দূর্গাপুর গ্রামে এক ভয়াবহ অগ্নিকান্ডে ১টি থাকা ঘর ও ১টি গোয়াল ঘর পুড়ে ছাই হয়েছে। এ সময় ঘরের আসবাপত্র, নগদ অর্থসহ গোয়ালে থাকা ৭টি গরুর মধ্যে ৫টি পুড়ে ভস্মীভূত হয়েছে। পুড়ে যাওয়া গরুগুলোর মধ্যে ২টি গাব হওয়া গাভী ও ৩টি এঁড়ে। অপর ২টি গরু প্রাণে বাঁচলেও আগুনে দগ্ধ হয়েছে প্রায় ৭০ শতাংশ।
গরু মালিক সুভাষ কুজুর জানায়- সোমবার গভীর রাতে হঠাৎ ঘর থেকে বেরিয়ে দেখি আমার মা গোলাপী কেরকাটার থাকা ঘর ও গোয়াল ঘরে আগুন দাউ দাউ করে জ্বলছে। আমার আত্ন চিৎকারে আশপাশের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু এরই মধ্যে আমার সব কিছু শেষ হয়ে গেছে।
অগ্নিকাণ্ডের ঘটনা সম্পর্কে সুভাষ কুজুর কিছুই জানেন না। তবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শট সার্কিটের মাধ্যমে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় পাঁচ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ভস্মিভূত হয়েছে।
এ সংবাদ লেখা পর্যন্ত স্থানীয় ইউপি চেয়ারম্যান আরিফুজ্জামান শাহ্ ঘটনাস্থল পরিদর্শন করলেও উপজেলা প্রশাসনের কেউ আসেননি।