মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০১:২৫ পূর্বাহ্ন
মোস্তফা মিয়া- পীরগঞ্জ(রংপুর) প্রতিনিধিঃ
রংপুরের পীরগঞ্জ উপজেলার দোসরা জুন ১২ নং মিঠিপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের হাসানপুর গ্রামের নলেয়া পাড়ায় নলেয়া খালের তীরবর্তী স্থানে জনৈক মো: হালিম মিয়া(৩৮) ব্যক্তি মালিকানাধীন জমি থেকে শ্যালো পাম্পের মাধ্যমে অবৈধভাবে ভূ-গর্ভস্থ বালু উত্তোলনের মাধ্যমের নলেয়া খালের গতিপথ রোধ এবং পাশ্ববর্তী কৃষি জমির ক্ষতিসাধন করছিলো, যা বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন,২০১০ এর ৫(১) ধারার অপরাধ।
এমতাবস্থায়, মোবাইল কোর্ট আইন,২০০৯ এর ৬(১) ধারায় উক্ত অপরাধ আমলে গ্রহণপূর্বক ৭(২) ধারা মোতাবেক আসামীর দোষ স্বীকারোক্তি লিপিবদ্ধ করে আসামীকে ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।
একই সাথে অবৈধ বালু উত্তোলনের সাথে সংশ্লিষ্ট আনুমানিক ৪০,০০০/- মূল্যের শ্যালো পাম্প ও পাইপ জব্দ করে নিলাম বিক্রয়ের জন্য ১২নং মিঠিপুর ইউনিয়নের চেয়ারম্যানকে নির্দেশ প্রদান করেছে, সহকারী কমিশনার (ভূমি) । অবৈধ বালু উত্তোলন কারীর বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়ায় এলাকাবাসী পীরগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা ও প্রশাসনিক মহলকে অসংখ্য ধন্যবাদ জানিয়েছে।