সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০২:৩৬ অপরাহ্ন
আফজাল হোসেন- দিনাজপুর জেলা প্রতিনিধিঃ
দিনাজপুরের বীরগঞ্জ পৌর শহরের ১ নং ওয়ার্ড়ের রাস্তা অন্ধকার থাকার কারনে এলাকাবাসীর রাতে চলাচলের সমস্যার কারণে সরকারি ভাবে রাস্তা একটি সোলার স্থাপন করা হয়। এলাকাবাসীর অজান্তে বীরগঞ্জ পৌর মহল্লার জয়ন্ত ঘোষের ছেলে খানসামা উপজেলার সহকারী শিক্ষা অফিসার অনুপম ঘোষ তুষার নিজ বাড়ির দ্বিতীয় তলায় সোলারটি স্থাপন করেন।
এলাকাবাসী অনেক সন্ধান করার পর জানতে পারেন অনুপম ঘোষ তুষার নিজ বাড়ির দ্বিতীয় তলায় স্থাপন করেছেন। এ ব্যাপারে এলাকাবাসী জানতে চায় কেন সোলারটি তানিজ বাড়িতে স্থাপন করা হয়েছে। তিনি এলাকাবাসীর সঙ্গে খারাপ আচরণ করলে এলাকাবাসী গতকাল শনিবার সকালে বীরগঞ্জ পৌর মেয়র মোঃ মোশাররফ হোসেনকে লিখিত অভিযোগ করলে উক্ত ওয়ার্ডের কাউন্সিলর মোঃ আব্দুল বারিক সঙ্গে সঙ্গে ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা নিশ্চিত হয়েছেন।
এ ব্যাপারে খানসামা উপজেলা সহকারী শিক্ষা অফিসার অনুপম ঘোষ তুষারের সঙ্গে যোগাযোগ করে জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আজকের মধ্যে রাস্তায় সোলারটি স্থাপন করে দিবেন। কিন্তু এরিপোর্ট লেখা পর্যন্ত সোলারটি স্থাপন করেননি। এ নিয়ে এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।