শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১১:৩২ পূর্বাহ্ন
তাপস রায়- তারাগঞ্জ(রংপুর) প্রতিনিধিঃ
আগামী ২রা আগষ্ট রংপুর জেলা স্কুল মাঠে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার আগমন উপলক্ষে, বাংলাদেশ কৃষক লীগ তারাগঞ্জ উপজেলা শাখার আয়োজনে এক বর্ণাঢ্য আনন্দ মিছিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।
কৃষক লীগ তারাগঞ্জ উপজেলা শাখার আনন্দ মিছিলটি তারাগঞ্জ ও/এ বালিকা উচ্চ বিদ্যালয় থেকে বের হয়ে নতুন চৌপথি হয়ে পুরাতন চৌপথি ও তারাগঞ্জ বাজার প্রদক্ষিন করে পূনরায় উক্ত বিদ্যালয় মাঠে সমবেত হয়ে আলোচনার মধ্যদিয়ে সভা কার্যক্রম সম্পন্ন করা হয়।
উক্ত আনন্দ মিছিল ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ বিশ্বনাথ সরকার বিটু। বিশেষ অতিথি ছিলেন, লুৎফুল বারি আল ওসমানী- সদস্য বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কমিটি।
এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শহিদুল ইসলাম দুখু- সদস্য সচিব বাংলাদেশ কৃষক লীগ রংপুর জেলা শাখা, বিপ্লব রায়- সদস্য বাংলাদেশ কৃষক লীগ রংপুর জেলা শাখা। সুমনা আক্তার লিলি- সদস্য বাংলাদেশ আওয়ামী লীগ রংপুর জেলা শাখা।
উক্ত সভায় সভাপতিত্ব করেন, রতন কুমার রায়- আহবায়ক বাংলাদেশ কৃষক লীগ তারাগঞ্জ উপজেলা শাখা এবং সঞ্চালনায় ছিলেন, আতিকুর রহমান আরজ- সদস্য সচিব বাংলাদেশ কৃষক লীগ তারাগঞ্জ উপজেলা শাখা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সঞ্জিত সেন- সহঃ সভাপতি বাংলাদেশ ছাত্রলীগ তারাগঞ্জ উপজেলা শাখা এবং বাংলাদেশ কৃষক লীগ তারাগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের হাজার অধিক নেতৃবৃন্দ।