শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪৪ অপরাহ্ন
আফজাল হোসেন- দিনাজপুর জেলা প্রতিনিধিঃ
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার আবাসিক হোটেলে চলছে অনৈতিক কর্মকান্ড। গত রবিবার (৩১ আগস্ট) ফুলবাড়ী পৌর শহরের সামসুদ্দিন টাওয়ারে অবস্থিত টাইম স্টার আবাসকি হোটেলে হুমায়ন কবির(২২) ও এক কলেজ ছাত্রীকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনগণ।
এ ঘটনায় ঐদিন রাতেই দুই পরিবারের সমঝোতায় মুসলেকা নিয়ে ছেড়ে দিয়েছে ফুলবাড়ী থানা পুলিশ। এতে স্থানীয় জন সাধারণের মাঝে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
জানা যায়, গত রবিবার বিকেলে দিনাজপুর গোবিন্দগঞ্জ অঞ্চলিক মহাসড়কের ফুলবাড়ী পৌর শহরের হাসমী পাড়া সংলগ্ন সামসুদ্দিন টাওয়ারের চার তালায় ৫০৬নং কক্ষে অনৈতিক কাজের সময় দুজনকে আটক করে পুলিশে দেয় স্থানীয়রা। আটককৃতরা হলেন, পাবর্তীপুর উপজেলার আনন্দ বাজার এলাকার লক্ষ্মী হোসেনপুর গ্রামের হাশেম আলীর পুত্র হুমায়ন কবির ও কলেজ পড়ুয়া এক শিক্ষার্থী।
এ ঘটনায় হোটেল ব্যবসায়ী মালিকের বিরুদ্ধে এখন পর্যন্ত কোন আইনগত ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় জনগণ।