রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪১ পূর্বাহ্ন
আফজাল হোসেন- দিনাজপুর জেলা প্রতিনিধিঃ
ফুলবাড়ীতে ক্রয়কৃত সম্পত্তিতে ঘরবাড়ী ভাংচুর ও মারপিট। ফুলবাড়ী উপজেলার দক্ষিণ সুজাপুর গ্রামে মোঃ রাজু আহমেদ উত্তর সুজাপুর গ্রামে মো. রাশেদ আহমেদ ও বেবি নাজনিম এর কাছ থেকে ৫৬ শতক জমির মধ্যে ১২ শতক জমি গত ১৩/১১/২০২৪ইং ৩৪১৯নং দলিল মূলে ক্রয় করেন।
যাহার এস এ দাগ নং-১০০২, বিএস দাগ নং-১০৫৯, মৌজা-কৃষ্ণপুর। উক্ত জমি ক্রয় করে নিজ নামে খাজনা খারিজ করেন। শনিবার সকাল সাড়ে ১২টায় দক্ষিণ কৃষ্ণপুর গ্রামে নজমুল ইসলাম এর পুত্র মোঃ বাবু হোসেন ও তার স্ত্রী ফেরদৌসী বেগম গংরা দলীয় প্রভাব খাটিয়ে ঐ জমি দখল করার চেষ্ঠা করেন। মো. রাজু আহমেদ এর ঘরবাড়ী ভাংচুর ও রাজু আহমেদকে মারপিট
করেন।
এই ঘটনায় ঐ দিন মোঃ রাজু আহমেদ আহত হয়ে ফুলবাড়ী হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হন। ঐ ঘটনায় ফুলবাড়ী থানার পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনা স্থলে গিয়ে দু-পক্ষকে থানায় কাগজপত্র নিয়ে বসার কথা বলেন।
উল্লেখ্য যে, ২৮৯ এসএ খতিয়ান জমি যাহার সুমার বিবি বেওয়া নামে এসএ রেকর্ড ভূক্ত জোত তাহার মৃত্যুর পর দুই কন্যা মফিজন বেগম ও মফিরন বিবি ওয়ারিসূত্রে প্রাপ্ত হন । উক্ত মফিজন বেগম এর মৃত্যুর পর তাহার দুই পুত্র এক কন্যা ৫৬ শতাংশ জমির মধ্যে ২৮ শতাংশ জমির মালিক হন। সেখান থেকে লোকমান আলী নিজ নামে মাঠজরিপ, খারিজ ও খাজনা করে নিজ নামে জমি গ্রহণ করেন।
এর পর রাজু আহমেদ সরকারী বিধি মোতাবেক মুল মালিকের কাছ থেকে জমি ক্রয় করে বসবাড়ী তৈরি করে ভোগদখল করে আসছেন। ঐ ঘটনায় রাজু আহমেদ আইনগত ব্যবস্থা নিবেন বলে জানান। ফুলবাড়ী থানা পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেন।