বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ০৬:৫২ পূর্বাহ্ন
আফজাল হোসেন- দিনাজপুর জেলা প্রতিনিধিঃ
দিনাজপুরের ফুলবাড়ী প্রাণ বঙ্গ মিলার্স লিমিটেড এর ফ্যাক্টরি ডে-২০২৪ উপলক্ষে বার্ষিক বনভোজন, খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
গত শুক্রবার সকাল সাড়ে ১১টায় ফুলবাড়ী উপজেলার আলাদিপুর ইউনিয়নের রাঙ্গামাটিতে অবস্থিত প্রান বঙ্গ মিলার্স লিমিডেট এর মাঠে ফ্যাক্টরি ডে উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বঙ্গ মিলার্স এর নির্বাহী পরিচালক নাসের আহমেদ।
ফুলবাড়ী বঙ্গ মিলার্স এর মহা ব্যবস্থাপক মোঃ জাকারিয়া হোসেন এর সভাপতিত্বে এসময় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বঙ্গ মিলার্স এর অপারেশন ম্যানেজার আকিব বিন কবির, মোঃ আসলাম, হেড অফিসের সিনিয়র ম্যানেজার এসসিএম খন্দকার কামরুল ইসলাম, এজিএম বিপিএল ব্রেড আশরাফসহ হেড অফিসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও বিভাগীয় প্রধানগণেরা উপস্থিত ছিলেন।
সকালে ফুলবাড়ীস্থ প্রান বঙ্গ মিলার্স এর প্রায় ১ হাজার শ্রমিক ক্রীড়া প্রতিযোগীতায় অংশগ্রহন করেন। পরে অতিথি হিসাবে দুপুরে বনভোজনের মধ্যাহ্নভোজে যোগদেন ফুলবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আতাউর রহমান মিল্টন, সাংবাদিকগনসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ। বিকাল ৩টায় স্থানীয় শিল্পীরদের অংশগ্রহনের মধ্যদিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।