সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১১:০০ অপরাহ্ন
আফজাল হোসেন- দিনাজপুর জেলা প্রতিনিধিঃ
ফুলবাড়ী উপজেলা সভাকক্ষে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়। আজ সোমবার সকাল সাড়ে ১১টায় ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার আল কামাহ্ তমাল এর সভাপতিত্বে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়।
আইন শৃঙ্খলা সভায় উপস্থিত ছিলেন, ফুলবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী, উপজেলা ভাইস্ চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিতা মন্ডল, উপজেলা ইসলামিক ফাউন্ডেশন কর্মকর্তা মোঃ আরিফুল ইসলাম, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তাফিজুর রহমান, ২৯ বিজিবি’র নায়েক সুবেদার মোঃ শফিকুল ইসলাম, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সুশান্ত, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা মোঃ নূর আলম, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আখতারুজ্জামান, ফুলবাড়ী সরকারি কলেজের পক্ষে শরীরচর্চা শিক্ষক কৃষ্ণ চন্দ্র শর্মা, বেতদিঘী ইউপি চেয়ারম্যান উপধ্যক্ষ শাহ্ মোঃ আব্দুল কুদ্দুস, কাজিহাল ইউপি চেয়ারম্যান মোঃ মানিক রতন, দৌলতপুর ইউপি চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম, খয়েরবাড়ী ইউপি চেয়ারম্যান মোঃ এনামুল হক, বীরমুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার এছার উদ্দিন, বীরমুক্তিযোদ্ধা আব্দুল ছামাদ, ফুলবাড়ী পৌরসভার চেয়ারম্যানের পক্ষ থেকে কাউন্সিলর শ্রী হারান দত্ত, খাদ্য পরিদর্শক শ্রী জগদিশ, ইসলামিক ফাউন্ডেশনের মোঃ আরিফুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা ভারপ্রাপ্ত মোঃ আতিকুর রহমান, ফুলবাড়ী থানা প্রেস ক্লাবের সভাপতি ও সিনিয়র সাংবাদি মোঃ আফজাল হোসেন সহ আইন শৃঙ্খলা কমিটির সকল সদস্য বৃন্দ
উপস্থিত ছিলেন।
আইন শৃঙ্খলা কমিটিতে উপজেলা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। পরিশেষে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে সকলকে সহযোগিতা করার আহ্বান জানান আইন শঙ্খলা কমিটির সভাপতি।