রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৪:৫৩ পূর্বাহ্ন
মোস্তফা মিয়যা- পীরগঞ্জ(রংপুর) প্রতিনিধিঃ
পীরগঞ্জে মাদক ব্যবসার আধিপত্যকে কেন্দ্র করে ছোট ভাই মহিবুলের ছুরিকাঘাতে বড় ভাই হেলাল মিয়া(৪৫) খুন হয়েছে। মহিবুল ও হেলাল পীরগঞ্জ পৌরসভার প্রজাপাড়া গ্রামের মৃত আব্দুর রহমানের পুত্র। মঙ্গলবার রাতে হেলাল মিয়া রংপুর কারাগার থেকে ছাড়া পেয়েই হত্যাকান্ডের শিকার হন। তার বিরুদ্ধে মাদক ও চুরির অর্ধ ডজন মামলা রয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, হেলাল মিয়া এক মাদক মামলায় বেশ কিছু ধরে রংপুর জেল-হাজতে ছিলেন। মঙ্গলবার জামিনে বাড়িতে চলে আসেন এবং রাতে খাবার খেয়ে বাড়ি সংলগ্ন এক পানের দোকানে পান কিনতে যায়। সেখানে আগে থেকেই অবস্থানরত ছোট ভাই মহিবুল(৪০) এর সঙ্গে হেলাল মিয়ার বচসা হয়। বচসার এক পর্যায়ে ক্ষিপ্ত মহিবুল হাতে থাকা ধারালো ছুরি দিয়ে বড় ভাই হেলালের পেটে ঢুকে দেয়।
স্থানীয় লোকজন হেলালকে আশঙ্কাজনক অবস্থায় পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃতঃ ঘোষণা করেন। খবর পেয়ে পীরগঞ্জ থানা পুলিশ লাশ উদ্ধার করে।
এ ব্যাপারে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাদক ব্যবসা ও চুরি সংক্রান্ত বিরোধের জেরে তাকে হত্যা করা হয়েছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। হত্যাকারীকে গ্রেফতারের জোর প্রচেষ্টা চলছে।