শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ০৩:৩৯ অপরাহ্ন
বর্ণালী জামান বর্ণা- নিজস্ব প্রতিনিধিঃ
রংপুরে পূর্ব ঘোষনা ছাড়াই ঢাকাগামী দুরপাল্লার বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন শ্রমিকেরা।
মঙ্গলবার ৫ই এপ্রিল সকাল থেকে এই কর্মবিরতি পালন করছেন তারা। হঠাৎ করে শুরু হওয়া এই কর্মবিরতিতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।
অঘোষিত এই ধর্মঘটে হানিফ, এসআর, শ্যামলীসহ ঢাকাগামী পরিবহন বন্ধ রয়েছে। তবে সৌখিন, এনা, নাবিল ও শাহ ফতেহআলী পরিবহনের কিছু কিছু বাস চালু রয়েছে। শ্রমিকদের বেতন ভাতা পরিশোধ থাকায় কর্মবিরতি নেই এই চালুকৃত পরিবহগুলো।
ঢাকায় কেন্দ্রীয় নেতাদের নির্দেশে মালিকপক্ষের হঠাৎ করে এই ধর্মঘট বলেন শ্রমিকরা। তারাও জানতেননা আগে থেকে কোনো নিষেধাজ্ঞা। হঠাৎ করেই সকালে এসে দেখতে হয় এই ধর্মঘট।
তবে এই কর্মসূচির বিষয়টি পরিষ্কারভাবে জানেন না রংপুর জেলা ও মটর শ্রমিক ইউনিয়ন এর কমিটির সাধারণ সম্পাদক এম এ মজিদ বলে জানান তিনি।
গাড়ি বন্ধ থাকায় সকাল থেকেই বিপাকে যাত্রীরা। এতে হয়রানির শিকার হয়ে ঘুরে যেতে হচ্ছে তাদের।
এ বিষয়ে বেশ কয়েকজন যাত্রী কেউবা প্রয়োজনীয় কাজে ঢাকায়, কেউবা চট্টগ্রামে কেউ বিভিন্ন স্থানে যাওয়ার জন্য এসেছেন। কিন্তু অঘোষিত এই পরিবহন ধর্মঘট বিপাকে ফেলেছে তাদের। শিক্ষার্থীসহ অসংখ্য যাত্রী এই ভোগান্তির শিকার।
অঘোষিত পরিবহন বন্ধ থাকায় একদিকে স্ট্যান্ডে পরিবহন পুর্ণ। অপরদিকে কাউন্টারগুলো যাত্রী শূন্য। এই পরিস্থিতে চরম ভোগান্তিতে পোহাচ্ছেন যাত্রীরাসহ শ্রমিকেরা। দ্রুত পরিবহন চালু করা হোক, জনসাধারণকে পরিবহন সেবা দেয়া হোক এই প্রত্যাশা সকলের।