রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১২:১২ অপরাহ্ন
রুহুল আমীন খন্দকার- বিশেষ প্রতিনিধিঃ
দেশ ও জাতির কল্যানার্থে বিরতিহীন অভিযানের মাধ্যমে মাদক, সন্ত্রাস, অস্ত্র ও জঙ্গিবাদ নির্মূল’সহ দেশের সার্বিক শান্তি শৃঙ্খলা বজায়ের মলক্ষ্যে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন বাংলাদেশ পুলিশ বাহিনীর বিভিন্ন ইউনিট। এই ধারাবাহিকতাকে অক্ষুণ্ণ রাখতে সারা দেশব্যাপী পুলিশের বিভিন্ন ইউনিট কতৃক যথারীতি অভিযান চলমান রয়েছে।
এরই ধারাবাহিকতায় রাজধানীর পল্লবী থানা এলাকা থেকে অস্ত্র-গুলিসহ একজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর পল্লবী থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামীর নাম- মোঃ রুহুল আমিন ওরফে রিপন। গতকাল মঙ্গলবার ১৯শে এপ্রিল ২০২২ইং দুপুর ১টা ৪০ ঘটিকায় পল্লবী থানার ১২নং সেকশন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
পল্লবী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ পারভেজ ইসলাম, পিপিএম (বার) গণমাধ্যম কর্মীদের এ তথ্য নিশ্চিত করে বলেন- একজন অস্ত্র ব্যবসায়ী পল্লবী থানার ১২নং সেকশন এলাকার ৬৬নং বাসার সামনে পাকা রাস্তার উপর অস্ত্র ও গুলি বিক্রয়ের জন্য অবস্থান করছে মর্মে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান চালিয়ে যথাক্রমে, ১টি লোহার তৈরি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন ও ১২ রাউন্ড গুলিসহ রুহুলকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে তিনি বলেন- গ্রেফতারকৃত রুহুল আমিন যশোর থেকে অস্ত্র ও গুলি সংগ্রহ করে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় অস্ত্র-গুলি সরবারহ করতো বলেও জানান পুলিশের এ কর্মকর্তা। এ ঘটনায় গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে রাজধানীর পল্লবী থানায় অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।
উল্লেখ্য, আজ বুধবার ২০শে এপ্রিল ২০২২ইং তারিখ অস্ত্র বিরোধী অভিযান চালিয়ে অস্ত্র-গুলি উদ্ধার তথা আসামীদের গ্রেফতারের বিষয়টি ডিএমপির এক প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যম কর্মীদের নিশ্চিত করা হয়েছে।