শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৬:৪২ অপরাহ্ন
রুহুল আমীন খন্দকার- বিশেষ প্রতিনিধিঃ
দেশ ও জাতির কল্যানার্থে বিরতিহীন অভিযানের মাধ্যমে মাদক, সন্ত্রাস, অস্ত্র ও জঙ্গিবাদ নির্মূল’সহ দেশের সার্বিক শান্তি শৃঙ্খলা বজায়ের মলক্ষ্যে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন বাংলাদেশ পুলিশ বাহিনীর বিভিন্ন ইউনিট। এই ধারাবাহিকতাকে অক্ষুণ্ণ রাখতে সারা দেশব্যাপী পুলিশের বিভিন্ন ইউনিট কতৃক যথারীতি অভিযান চলমান রয়েছে।
এরই ধারাবাহিকতায় রাজধানীর ভাষানটেকের মাটিকাটা এলাকা থেকে লক্ষাধিক মূল্যমানের জালটাকাসহ দুইজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর ভাষানটেক থানা পুলিশ। অভিযানে গ্রেফতারকৃতরা হলো মোঃ সাব্বির হোসেন ও মোঃ সায়েম ইসলাম। মঙ্গলবার ৫ই এপ্রিল ২০২২ইং রাত ৯টা ৪০ ঘটিকায় মাটিকাটার বিগ বাজার শপের সামনে থেকে ১ লক্ষ ২ হাজার মূল্যমানের জালটাকাসহ তাদেরকে গ্রেফতার করা হয়।
জালটাকা উদ্ধার ও তাদের গ্রেফতার সম্পর্কে ভাষানটেক থানার অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হোসেন গণমাধ্যমকে জানান- থানার এসআই আনোয়ার শিকদার সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনাকালীন সংবাদ পান মাটিকাটা বিগ বাজার শপের সামনে কতিপয় ব্যক্তি জালটাকাসহ অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে থানার টহল টিমটি উক্ত এলাকায় অভিযানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় সাব্বির ও সায়েম নামের দুইজনকে গ্রেফতার করা হয়।
এসময় সাব্বিরের দেহ তল্লাশী করে ৩টি নম্বরের ৬৬টি ১০০০ টাকার মূল্যমানের জালনোট ও সায়েমের দেহ তল্লাশী করে ২টি নম্বরের ৩৬টি ১০০০ টাকার মূল্যমানের জালনোট, দুইজনের হেফাজত থেকে সর্বমোট ১০২টি একহাজার টাকার মূল্যমানের ১ লক্ষ ২ হাজার টাকার জালটাকা উদ্ধার করা হয়, বলেন ওসি ভাষানটেক থানা।
এঘটনায় ভাষানটেক থানায় বিশেষ ক্ষমতা আইনে রুজুকৃত মামলায় গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা। আজ বৃহস্পতিবার ৭ই এপ্রিল ২০২২ইং তারিখ মাদকদ্রব্য উদ্ধার তথা আসামীদের গ্রেফতারের বিষয়টি ডিএমপির এক প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যম কর্মীদের নিশ্চিত করা হয়েছে।