শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৯:৩৮ অপরাহ্ন
রুহুল আমীন খন্দকার- বিশেষ প্রতিনিধিঃ
দেশ ও জাতির কল্যানার্থে বিরতিহীন অভিযানের মাধ্যমে মাদক, সন্ত্রাস, অস্ত্র ও জঙ্গিবাদ নির্মূল’সহ দেশের সার্বিক শান্তি শৃঙ্খলা বজায়ের মলক্ষ্যে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন বাংলাদেশ পুলিশ বাহিনীর বিভিন্ন ইউনিট। এই ধারাবাহিকতাকে অক্ষুণ্ণ রাখতে সারা দেশব্যাপী পুলিশের বিভিন্ন ইউনিট কতৃক যথারীতি অভিযান চলমান রয়েছে।
এরই ধারাবাহিকতায় রাজধানীর শাহ আলী থানা এলাকা থেকে মাদকদ্রব্য গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর শাহআলী থানা পুলিশ। অভিযানে গ্রেফতারকৃতরা হলো মোঃ মুসা, মোঃ সোহাগ ও মোঃ মেহেদী হাসান। এসময় তাদের হেফাজত হতে ৪ কেজি গাঁজা উদ্ধারমূলে জব্দ করা হয়। গতকাল বৃহস্পতিবার ৭ই এপ্রিল ২০২২ইং বিকেল ৩টা ২৫ ঘটিকায় শাহআলী থানার চিড়িয়াখানা রোডের রাইনখোলা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হন।
শাহ আলী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল বাসার মুহাম্মদ আসাদুজ্জামান গণমাধ্যম কর্মীদের জানান- কতিপয় মাদক ব্যবসায়ী চিড়িয়াখানা রোডের রাইনখোলা বাজার নাছির জেনারেল স্টোর এর সামনে গাঁজা বিক্রয়ের জন্য অবস্থান করছে মর্মে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় মুসা, সোহাগ ও মেহেদীকে গাঁজাসহ গ্রেফতার করা হয়।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে রাজধানীর শাহ আলী থানায় দেশের প্রচলিত আইনে মামলা রুজু করা হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা। আজ শুক্রবার ৮ই এপ্রিল ২০২২ইং তারিখ মাদকদ্রব্য উদ্ধার তথা আসামীদের গ্রেফতারের বিষয়টি ডিএমপির এক প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যম কর্মীদের নিশ্চিত করা হয়েছে।