সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ০১:৪১ অপরাহ্ন
রুহুল আমীন খন্দকার- বিশেষ প্রতিনিধিঃ
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ভেজাল পণ্য, ছিনতাইকারী, মাদক’সহ চোরাকারবারিদের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে।
এরই ধারাবাহিকতায় রাজধানীর পল্লবী থেকে মোবাইল চোরাকারবারি চক্রের ৫ সক্রিয় সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হন র্যাব। গতকাল বৃহস্পতিবার ৭ই এপ্রিল ২০২২ইং তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত হতে উদ্ধার করা হয় ২৫৫টি মোবাইল ফোন।
গ্রেফতার ব্যক্তিরা হলো- মোঃ শাহাবুদ্দিন আহম্মেদ(২৬), মোঃ ওমর ফারুক(৪০), মোঃ আব্দুল আজিজ(২৪), মোঃ কাওসারুল হক(২৭) ও মোঃ ফয়সাল হক(৩৬)। র্যাব-৪ এর অধিনায়ক এডিশনাল ডিআইজি মোজাম্মেল হক এই তথ্যটি নিশ্চিত করেন।
এডিশনাল ডিআইজি বলেন- বিটিআরসি’র প্রতিনিধি দল তাদের নিজস্ব সফটওয়ার ও সার্ভারের মাধ্যমে যাচাই করে জানতে পারে ২৫৫টি মোবাইল ফোন অবৈধভাবে আমদানি করা হয়েছে। পরে র্যাব-৪ এর আভিযানিক দল মোবাইল ফোনগুলো জব্দ করে।
গ্রেফতার আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়- তারা কয়েক বছর ধরে বিভিন্ন দেশ হতে চোরাই পথে অবৈধভাবে মোবাইল ফোন দেশে নিয়ে আসছে। সরকারের নির্ধারিত রাজস্ব ফাঁকি দিয়ে জনসাধারণের কাছে এই মোবাইল বিক্রি করে প্রচুর মুনাফা করে আসছিল অভিযুক্তরা।