শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৮:৫৬ অপরাহ্ন
মোস্তফা মিয়া- পীরগঞ্জ রংপুর প্রতিনিধিঃ
রংপুরের পীরগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে বাঙ্গালীদের ঐতিহ্য বাংলা নববর্ষ ১৪৩১ উদযাপন ও বাঙ্গালীদের সংস্কৃতি ধরে রাখার জন্য উপজেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ইকবালা হাসান।
১লা বৈশাখ ১৪ই এপ্রিল রবিবার সকাল ১১ ঘটিকর সময় উপজেলা পরিষদ থেকে আনন্দ শোভাযাত্রা পীরগঞ্জের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ চত্বরে শোভাযাত্রা সমাপ্তি করেন ।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহাম্মদ মন্ডল, ভাইস চেয়ারম্যান শফিউর রহমান মন্ডল মিলন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ নুরুল আমিন রাজা, পৌর মেয়র তাজিমুল ইসলাম শামীম, উপজেলা শিক্ষা অফিসার মাহমুদ মন্ডল, বজ্রকথা পত্রিকার প্রকাশক ও সম্পাদক কবি সুলতান আহমেদ সোনা, উপজেলা বন কর্মকর্তা মিঠু তালুকদার, বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি আনোয়ার হোসেন সাধারণ সম্পাদক সৈয়দ রাহান বিপ্লব, সংবাদকর্মী মোস্তফা মিয়া বাংলাদেশ প্রেস ক্লাবের সাংবাদিক সহ বিভিন্ন সরকারি বে-সরকারি দপ্তরের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।