বুধবার, ০৯ Jul ২০২৫, ১২:২৭ পূর্বাহ্ন
শাকিল ইসলাম- ক্রাইম প্রতিনিধিঃ
নীলফামারীর কিশোরগঞ্জে নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) প্রীতম সাহা সম্প্রতি যোগদান করেন। যোগদানের পরপরই তিনি এলাকার সুধী সমাজের সাথে এক মতবিনিময় সভায় অংশ নেন। মঙ্গলবার (৮ জুলাই) সকালে উপজেলা পরিষদ হলরুমে সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আবদুল্লাহ আল মামুন, সাংগঠনিক সম্পাদক ইবনে সাঈদ সুজন, জামায়াতের উপজেলা আমীর আব্দুর রশিদ শাহ্, দোকান মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক শিব্বির আহমেদ, ইউপি চেয়ারম্যানবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সমাজের গুণীজনেরা।
নবাগত ইউএনও তাঁর বক্তব্যে বলেন, আমি চাই এই উপজেলাকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে। এ জন্য প্রশাসন ও জনগণের মধ্যে শক্তিশালী সমন্বয় প্রয়োজন। সুশাসন, উন্নয়ন ও জনসেবাকে অগ্রাধিকার দিয়ে আমি কাজ করতে চাই।
তিনি আরও বলেন, সকলের পরামর্শ ও সহযোগিতায় তিনি উপজেলার সার্বিক উন্নয়নেভূমিকা রাখতে চান। জনগণের সেবা নিশ্চিত করতে উপজেলা প্রশাসন বদ্ধপরিকর। আমরা কিশোরগঞ্জকে গ্রীন ও ক্লিন কিশোরগঞ্জ গড়তে চাই। তিনি আরও বলেন, সকলের পরামর্শ ও সহযোগিতায় এই উপজেলার সার্বিক উন্নয়নে ভূমিকা রাখতে চান।
সুধী সমাজের পক্ষ থেকে ইউএনও‘র প্রতি সহযোগিতার আশ্বাস দেওয়া হয় এবং বিভিন্ন সমস্যা ও উন্নয়ন ভাবনার কথা তুলে ধরা হয়। সভা শেষে ইউএনও সবাইকে ধন্যবাদ জানান এবং উপজেলার উন্নয়নে একসাথে কাজ করার আহ্বান জানান।