মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৪:৫১ অপরাহ্ন
শাকিল ইসলাম- ক্রাইম প্রতিনিধিঃ
নীলফামারীর কিশোরগঞ্জে চাঁদখানা ইউনিয়নের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৫ জন প্রার্থী। মনোনয়নপত্র দাখিলের শেষ দিন বৃহস্পতিবার বিকেল ৪টা পর্যন্ত ৫ জন প্রার্থীর মনোনয়ন জমা দেয়ার বিষয়টি নিশ্চিত করেছে উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়।
যারা মনোনয়নপত্র জমা দিয়েছেন তারা হলো, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোস্তাফিজার রহমান যাদু, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী শফিকুল ইসলাম শফি, আওয়ামিলীগের অপর ৩ বিদ্রোহী প্রার্থী নাজিম উদ্দিন আলম সবুজ, খাইরুল আলম ও আব্দুল বারেক।
বৃহস্পতিবার ২৭শে এপ্রিল সকালে কিশোরগঞ্জ নির্বাচন অফিসারের কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তা রফিকুল ইসলামের হাতে মনোনয়নপত্র জমা দেন আওয়ামিলীগের বিদ্রোহী প্রার্থী খাইরুল আলম।
একই দিন দুপুর ২টায় কিশোরগঞ্জ নির্বাচন অফিসারের কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তা রফিকুল ইসলামের হাতে মনোনয়নপত্র জমা দেন জাতীয় পার্টি মনোনীত প্রার্থী সফিকুল ইসলাম সফি, এসময় দলীয় নেতাকর্মীরা তার সাথে উপস্থিত ছিলেন। বিকেলে একই কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন আওয়ামিলীগের বিদ্রোহী প্রার্থী নাজিম উদ্দিন আলম সবুজ। সর্বশেষ মনোনয়নপত্র জমা দেন আওয়ামী লীগ প্রার্থী মোস্তাফিজার রহমান যাদু।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জাকির হোসেন বাবুল, সাধারণ সম্পাদক মশিয়ার রহমান ও কিশোরগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আনিছুল ইসলামসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ। আর আগে ২৬শে এপ্রিল মনোনয়নপত্র জমা দেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আব্দুল বারেক।
রিটার্নিং অফিসার ও নির্বাচন কর্মকর্তা রফিকুল ইসলাম জানান- চাঁদখানা ইউনিয়নের উপ-নির্বাচনে ৬ প্রার্থী মনোনয়নপত্র নেন। মনোনয়নপত্র দাখিলের শেষ দিন পর্যন্ত ৫ জন তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। আগামী ৩০শে এপ্রিল যাচাই-বাছাই অনুষ্ঠিত হবে এবং ৮ই মে প্রতীক বরাদ্দ দেয়া হবে।
উল্লেখ্য যে গত ৬ই ফেব্রুয়ারী এই ইউনিয়ন থেকে ২ বারের নির্বাচিত চেয়ারম্যান হাফিজার রহমান হাফির মৃত্যুতে আসনটি শূন্য হয়। আগামী ২৫শে মে ভোট গ্রহণের দিন ধার্য করে গত ৯ই এপ্রিল নির্বাচনী তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।