সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৪:৩১ পূর্বাহ্ন
শাকিল ইসলাম- ক্রাইম প্রতিনিধিঃ
নীলফামারীর কিশোরগঞ্জে আবারও শ্রেষ্ঠ প্রধান শিক্ষক গোলাম মাওলা ও প্রধান শিক্ষিকা রুপালী বেগম নির্বাচিত হয়েছে।
সোমবার দুপুর ২ ঘটিকার সময় শ্রেষ্ঠ শিক্ষক নিয়োগ কমিটির সভাপতি ও কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর-ই- আলম সিদ্দিকীর কার্যালয়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক পুরুষ ও মহিলা, শ্রেষ্ঠ সহকারী শিক্ষক পুরুষ ও মহিলা, শ্রেষ্ঠ ক্লাব শিক্ষক, শ্রেষ্ঠ বিদ্যালয় ও শ্রেষ্ঠ এসএমসিদের লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়।
উক্ত পরীক্ষায় শ্রেষ্ঠ প্রধান শিক্ষকের জন্য ২ জন, শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকার জন্য ২ জন, শ্রেষ্ঠ সহকারী শিক্ষকের জন্য ২ জন, শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকার জন্য ২ জন, শ্রেষ্ঠ বিদ্যালয়ের জন্য ১ জন ও শ্রেষ্ঠ এসএমসির জন্য ২ জন্য প্রতিদন্ধিতা করেন।
যাচাই-বাছাই শেষে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে গোলাম মাওলা ও প্রধান শিক্ষিকা রুপালী বেগম, শ্রেষ্ঠ সহকারী শিক্ষক শাহেনেওয়াজ শাহ্ ও শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা শাহনাজ পারভীন, শ্রেষ্ঠ ক্লাব শিক্ষক আব্দুল হালিম, শ্রেষ্ঠ বিদ্যালয় রনচন্ডী আফতাব উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় ও শ্রেষ্ঠ এসএমসি হিসেবে দলিরাম সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্বাচিত হয়।
উক্ত যাচাই-বাছাই কমিটিতে আরও উপস্থিত ছিলেন- নিয়োগ কমিটির সদস্য সচিব, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শরীফা আখতার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, রবিউল ইসলাম বাবু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, এটিএম নুরুল আমিন শাহ্, সহকারী শিক্ষা অফিসার, শেখ মোহাম্মদ মাহতাবুর রহমান ও ইউ আর সি ইন্সপেক্টর, রাইসুল ইসলাম।