সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪, ১১:১২ অপরাহ্ন
এন,সি জুয়েল- কুমিল্লা জেলা প্রতিনিধিঃ
কুমিল্লা জেলা গোয়েন্দা শাখার অভিযানে দাউদকান্দি উপজেলায় ২০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে দাউদকান্দি মডেল থানাধীন দাউদকান্দি পৌরসভার চট্টগ্রাম-টু-ঢাকা গামী মহাসড়কের দক্ষিণ পাশ্বে বিআরটিসি বাস কাউন্টারের সামনে পাকা রাস্তার উপর অভিযান চালায় জেলা গোয়েন্দা শাখার একটি দল। এ সময় ঢাকা মেট্রো-ন-১৭-৯৯৫১ রেজিঃ নম্বরের একটি পুরাতন নীল/হলুদ রংয়ের পিকআপ গাড়ি আসতে দেখে গাড়ী থামানোর সংকেত দেয় গোয়েন্দা দল।
গাড়ি থামলে তল্লাশি করে গাড়ীর পেছনে বডিতে ২টি প্লাষ্টিকের বস্তার ভেতরে রক্ষিত মোট ২০ (বিশ) কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে গাড়ির চালক মোঃ রাসেল (২৫)কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রাসেল ফরিদপুর জেলার সালথা থানার ছোট লক্ষনদিয়া গ্রামের মৃত ইদ্রিস মাতাব্বরের ছেলে। গ্রেফতারকৃতের বিরুদ্ধে দাউদকান্দি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।